ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল জব্দ

প্রকাশিত: ০৪:২৪, ১১ ডিসেম্বর ২০১৭

রাজশাহীতে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল জব্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরী থেকে সরকারের হতদরিদ্রদের ‘খাদ্যবান্ধব কর্মসূচীর’ ট্রাক ভর্তি পাঁচ টন চাল জব্দ করেছে পুলিশ। রবিবার দুপুরে মহানগরীর শালবাগান এলাকা থেকে ট্রাক ভর্তি এই চালগুলো জব্দ করা হয়। চালগুলো সদর খাদ্য গুদাম থেকে বের করে নগরীর বহরমপুর এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। জানা গেছে, চালের চালানের সময় কোন কাগজপত্র পাওয়া যায়নি। তাই ট্রাকসহ চালগুলো জব্দ করে থানায় নেয়া হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে ট্রাকের চালককেও। তার নাম ফিরোজ আহমেদ। ওসি জানান, ট্রাকে মোট ১৭৬টি চালের বস্তা পাওয়া গেছে। প্রতিটি বস্তায় চাল আছে ৩০ কেজি। বস্তার গায়ে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ- ক্ষুধা হবে নিরুদ্দেশ’। বস্তার গায়ে ‘খাদ্যবান্ধব কর্মসূচী’ এবং খাদ্য অধিদফতরের নামও লেখা আছে।
×