ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঘা পৌরসভায় বেতন বন্ধ ৩ মাস

প্রকাশিত: ০৪:২১, ১১ ডিসেম্বর ২০১৭

বাঘা পৌরসভায় বেতন বন্ধ ৩ মাস

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ফান্ডে টাকা না থাকায় বাঘা পৌরসভার ১৮ কর্মকর্তা-কর্মচারী তিন মাস ধরে বেতন পাননি। এ অবস্থায় ভোটের ডামাডোল শুরু হয়েছে এ পৌরসভায়। আগামী ২৮ ডিসেম্বর এ পৌরসভার ভোটগ্রহণ। নির্বাচনে নতুন নেতৃত্ব ক্ষমতায় এলে আদৌ তারা বেতন ভাতা পাবেন কি না এটা এখন তাদের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর কর্তৃপক্ষ রাজস্ব ফান্ড থেকে পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করে। এদিকে বাঘা পৌরসভায় রাজস্বের কোন কমতি নাই। পৌরসভায় একটি গরু হাট, ৪টি হাট-বাজার, দুটি বালু ঘাট, একটি ফেরিঘাট, বাস টার্মিনাল, ঠিকাদারি লাইসেন্স নাবায়ন, ট্রেড লাইসেন্স নবায়ন, বাড়ি-ঘর ও জমিজমা থেতে প্রাপ্ত হলডিং ট্যাক্স, পরিবহন ইজারা, পার্ক, মাজার, উপজেলা সাব রেজিস্টার বাবদ বছরে প্রায় কোটি টাকা রাজস্ব আয় হয়। অথচ পৌরসভার ১৮ কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা তিন মাস যাবত পাচ্ছেন না। বেতন বঞ্চিত পৌরসভার একাধিক কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করে বলেন, আমরা কখনও সঠিক সময়ে বেতন পায় না। এর আগে ৬ মাস বেতন ভাতা না পেয়ে মানববন্ধন করা হয়। তবে বর্তমানে সাড়ে ৩ মাস যাবত বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে মেয়র হিসেবে কে আসবেন। নতুন পৌরপিতা আসলে আদৌ বকেয়া বেতন ভাতা পাবেন কিনা এই নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলেও পৌর মেয়র আক্কাস আলীকে পাওয়া যায়নি। তবে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম বলেন, ফান্ডে টাকা না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা দেয়া যাচ্ছে না।
×