ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিপিএইচ ইস্পাতের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:১৮, ১১ ডিসেম্বর ২০১৭

জিপিএইচ ইস্পাতের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২০১৬-১৭ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। এরমধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস হিসেবে প্রদান করা হবে। রবিবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমাস শিমুল, পরিচালক মোঃ আবদুর রউফ, মোঃ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ, মোঃ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মোঃ সালেহ্ জহুর, নির্বাহী পরিচালক (গ্রুপ) আবু বকর সিদ্দিক এফসিএমএ, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) ইঞ্জিনিয়ার মাদানী এম ইমতিয়াজ হোসেন, নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এফসিএ, কোম্পানি সচিব আরাফাত কামাল এফসিএ এবং প্রধান অর্থ কর্মকর্তা এইচএম আশরাফ উজ জামান। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস নবেম্বরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে সদ্য শেষ হওয়া নবেম্বর মাসে বিশ্ববাজারে সার্বিকভাবে খাদ্যপণ্যের দাম কমেছে। নবেম্বরে বিশ্ব খাদ্য মূল্যের গড় সূচক অবস্থান করছে ১৭৫ দশমিক ৮ পয়েন্টে। এটি আগের মাস অক্টোবর থেকে ০ দশমিক ৫ শতাংশ কম। তবে গত বছরের একই সময়ের তুলনায় দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জাতিসংঘের অঙ্গ সংস্থা খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। বিশ্বব্যাপী ৫ ধরনের পণ্যের দাম নিয়ে জরিপ চালায় সংস্থাটি। এই ৫ ধরনের খাদ্যের মধ্যে চিনি ও ভোজ্য তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে মোট খাদ্যসূচকে। আলোচ্য মাসে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে। অপরদিকে দানাজাতীয় খাদ্য ও মাংসের দাম স্থিতিশীল রয়েছে। সর্বশেষ প্রতিবেদনে সংস্থাটি বলছে, আলোচ্য মাসে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৪ দশমিক ৯ শতাংশ। তবে গতবছরের একই সময়ের তুলনায় আলোচ্য পণ্যের দাম ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×