ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাছ শুঁটকিতে ব্যস্ত বেড়ার শুঁটকি ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:১৮, ১১ ডিসেম্বর ২০১৭

মাছ শুঁটকিতে ব্যস্ত বেড়ার শুঁটকি ব্যবসায়ীরা

সংবাদদাতা বেড়া, পাবনা ॥ পাবনার বেড়া উপজেলায় শুঁটকি খোলার আশপাশে শুঁটকি মাছের গন্ধ ভেসে বেড়াচ্ছে। প্রতিদিন জেলেরা মাছ এনে এসব খোলায় বিক্রি করছে। আর তাই শুঁটকি খোলা এখন শুঁটকি শ্রমিকদের কাজে সরগরম। দিনরাত মাছ শুকানো থেকে শুরু করে সেসব মাছ ট্রাকে গন্তব্যে পাঠানোতে রাত নেমে আসে। শীতের শুরুতেই আশপাশের নদী ও বিলগুলোতে পানি কমতে শুরু করায় জেলেদের জালে প্রতিদিন প্রচুর দেশী মাছ ধরা পড়ছে। এসব মাছ বাজারে বিক্রি করার পাশাপাশি বিক্রি হচ্ছে শুঁটকির খোলাগুলোতে। তাই বেড়া উপজেলার শুঁটকি প্রস্তুতকারীরা এখন ব্যস্ত মাছ শুঁটকির কাজে। শীতের শুরু থেকেই তারা এ কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মাছ কিনে তা রোদে শুকানো, তারপর মাছ বাছাই করা এসব কাজেই সময় কাটছে শুঁটকি ব্যবসায়ীদের। বেড়া উপজেলায় উৎপাদিত শুঁটকি সরাসরি চলে যায় নিলফামারী জেলার সৈয়দপুরে।
×