ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড়ের চাহিদা বাড়ছে

প্রকাশিত: ০৪:১৭, ১১ ডিসেম্বর ২০১৭

শীত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড়ের চাহিদা বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শীত পুরোপুরি জেঁকে না বসলেও রাজধানীর বিভিন্ন স্থানে হালকা ঝিরঝিরে বৃষ্টির কারণে গত কয়েকদিনের তুলনায় একটু বেশি শীত অনুভূত হয়। আর এ কারণেই গরম কাপড়ের চাহিদা বেড়েছে। ফুটপাত থেকে আধুনিক শপিং মল প্রতিটি মার্কেটে শীতের কাপড়ের ক্রেতার সংখ্যা বেশি। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে যে যার সামর্থ্য অনুযায়ী গরম কাপড় কিনছেন। বড়দের তুলনায় শিশুদের গরম কাপড় কেনার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। সরেজমিনে নিউমার্কেট ঘুরে দেখা গেছে, গোটা মার্কেটজুড়ে ক্রেতাদের উপচেপড়া ভিড়। সাধারণ সময়ে নিউমার্কেটের ভেতরে দোকানের বারান্দার পর বিশাল রাস্তা ফাঁকা থাকলেও উপচেপড়া ভিড়ের কারণে ক্রেতাদের হেঁটে চলাচল করতে কষ্ট হচ্ছিল। বিভিন্ন ধরনের শীত নিবারণের কাপড়ের (সোয়েটার, জ্যাকেট, শাল, টাইলস্, টুপি, হাতমোজা ও কানটুপি ) দোকানেই বেশি ভিড় লক্ষ্য করা যায়।
×