ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গোল্ডেনসনের ২৭ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:১৫, ১১ ডিসেম্বর ২০১৭

গোল্ডেনসনের ২৭ লাখ টাকা জরিমানা

দেশের খোলা বাজারে পণ্য বিক্রির অভিযোগে চলতি বছরের ৩০ নবেম্বরে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেনসনকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে কাস্টমস। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গোল্ডেন সনের বিরুদ্ধে বন্ড সুবিধায় কাঁচামাল আমদানি এবং অবৈধভাবে খোলা বাজারে ওইসব পণ্য বিক্রিসহ হস্তান্তর বিষয়ে একটি অভিযোগ আনা হয়েছে। আমদানি শুল্কমুক্ত কাঁচামাল থেকে উৎপাদিত অবৈধ হস্তান্তর বিষয়টি তদন্তের পর কোম্পানির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। কাস্টমস বন্ড কমিশনারেট ১৯৬৯ সালের কাস্টমস আইন ধারা ১১১ অনুযায়ী, কোম্পানির বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হওয়ার কারণে মোট ২৭ লাখ ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১৫ দিনের জরিমানার এই অর্থ পরিশোধ নির্দেশ দেয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার এজিএমের ভেন্যু পরিবর্তন করেছে দেশ গার্মেন্টস বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগামী ২১ ডিসেম্বর দুপুর সাড়ে ১১ টায় মক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন, ২য় তলা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ, ১৬০/এ, কাকরাইল, ভিআইপি রোডে এ এজিএম অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি একই ভবনের ১ম তলায় এ এজিএম অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল। কোম্পানিটি জানিয়েছে, এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×