ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধি ও দরপতনে ওয়াইম্যাক্সের রেকর্ড ॥ লোকসানে বিনিয়োগকারী

প্রকাশিত: ০৪:১৫, ১১ ডিসেম্বর ২০১৭

দরবৃদ্ধি ও দরপতনে ওয়াইম্যাক্সের রেকর্ড ॥ লোকসানে বিনিয়োগকারী

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন নতুন রেকর্ড গড়ছে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড। ধসের পর বাজারে আসা নতুন তালিকাভুক্ত কোন কোম্পানির প্রথম দিনে এটিরই ছিল সর্বোচ্চ দরবৃদ্ধি। আবার কোন কোম্পানির দরপতনের ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড গড়েছে। কারণ এত স্বল্প সময়ে কোন কোম্পানির দর কমেনি। ফলে বাজারে আসার পর থেকে সেকেন্ডারি মার্কেটের শেয়ারের ক্রেতারা লাভের মুখ দেখেনি। প্রতিনিয়তই যে দামেই শেয়ারটি কিনছে লোকসানে তা বিক্রি করতে হচ্ছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, তালিকাভুক্তির দিন ১০৪.২০ টাকা বা ১০৪২ শতাংশ দরবৃদ্ধি নিয়ে পুঁজিবাজারে রেকর্ড গড়েছিল। কিন্তু সর্বোচ্চ দরের রেকর্ড গড়া সেই কোম্পানির শেয়ারদর ২৫ কার্যদিবসের মধ্যে প্রায় অর্ধেক হারিয়ে যায়। লেনদেনের শুরুর পর এত অল্প সময়ের মধ্যে অর্ধেক দর হারানো কোম্পানিরও রেকর্ডও করেছে ওয়াইম্যাক্স। আবার তালিকাভুক্তির পর থেকে টানা তিন সপ্তাহ দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করার রেকর্ডও ওয়াইম্যাক্সেরই। জানা যায়, গত ৬ নবেম্বর তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস পুঁজিবাজারে লেনদেনে আসে। ১০ টাকা অভিহিত মূল্যে আসা কোম্পানিটি শেয়ারদরে বড় উল্লম্ফন ঘটিয়ে প্রথমদিনেই বাজিমাত করে দেয়। অভিষেকের দিন কোম্পানিটির শেয়ারদর নির্ধারিত হয় ১১৪.২০ টাকায়। অর্থাৎ প্রথমদিনই কোম্পানিটির শেয়ারদর বাড়ে ১০৪.২০ টাকা বা ১০৪২ শতাংশ। কোম্পানিটির শেয়ার দরে এত বড় উল্লম্ফন ২০১০ সালের ধসের পর আইপিও শেয়ারের ক্ষেত্রে আর দেখা যায়নি। ফলে শেয়ারদরে রেকর্ড গড়ে কোম্পানিটি প্রথমদিনই আলোচনায় চলে আসে। কিন্তু পরের দিন অর্থাৎ ৭ নবেম্বর থেকেই কোম্পানিটির শেয়ারদর ক্রমাগত পতনে থাকে। পর পর তিন সপ্তাহ কোম্পানিটি দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করে। এক্ষেত্রেও কোম্পানিটি শেয়ারবাজারে রেকর্ড সৃষ্টি করেছে। তালিকাভুক্তির পর টানা তিন সপ্তাহ কোন নতুন কোম্পানিকে এভাবে দরপতনের শীর্ষ তালিকায় কখনও দেখা যায়নি। অন্যদিকে কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরুর মাত্র ২৫ কার্যদিবসের মধ্যে অর্ধেক দর হারিয়ে ফেলে। তালিকাভুক্তির পর কোম্পানিটির শেয়ার বর্তমানে সর্বনিম্ন দরে কেনাবেচা হচ্ছে। এর আগে আইপিওতে আসা অন্য কোন কোম্পানির শেয়ার দর এভাবে পতন হতে দেখা যায়নি। রবিবার দিনশেষে কোম্পানিটির শেয়ার দর নির্ধারিত হয় ৬৪.১০ টাকা। এ হিসাবে লেনদেন শুরুর ২৫ কার্যদিবসের মাথায় কোম্পানি দর হারালো ৪৪ শতাংশ। কোম্পানিটির শেয়ার এখনও নন-মার্জিন। আজ সোমবার কোম্পানিটির শেয়ার মার্জিনেবল হবে। এর বর্তমান পিই ২১.৬৬। তথ্য বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের প্রথমদিন ওয়াইম্যাক্সের মোট ১ কোটি ৫০ লাখ শেয়ারের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জে ৭২ লাখ শেয়ারের বেশি লেনদেন হয়। এরপর থেকেই কোম্পানিটির শেয়ার ক্রমাগত পতনে থাকে। প্রথমদিন থেকে যারা কোম্পানিটির শেয়ার কিনেছে, তারা কেউই লাভের মুখ দেখেনি। ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করে যেভাবে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েছেন, এর আগে আইপিওতে অন্য কোন কোম্পানির ক্ষেত্রে এভাবে ক্ষতিগ্রস্ত হননি বলে জানান ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। এদিকে সমাপ্ত ৩০ জুন ২০১৭ হিসাব বছরে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড বিনিয়োগাকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছেরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৯ টাকা। অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৭৪ টাকা। আগের বছর একই সময়ে এর ইপিএস ছিল ০.৫০ টাকা। অর্থাৎ ইপিএসে প্রবৃদ্ধি এসেছে ৩২.৪৩ শতাংশ। উল্লেখ্য, কোম্পানিটি আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যে দেড় কোটি শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা উত্তোলন করেছে।
×