ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ৪০০ কোটির ঘরে

প্রকাশিত: ০৪:১৪, ১১ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে লেনদেন ৪০০ কোটির ঘরে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধারাবাহিক পতনে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। এদিন ডিএসইতে ৪৩২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ জুলাই ডিএসইতে ৪৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিকে ডিএসইতে মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। রবিবার ডিএসইতে আগের দিনের তুলনায় ৮৪ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুনাফা তোলার চাপ বাড়ে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি থাই, লিগ্যাসি ফুটওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, কনফিডেন্স সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, ফাইন ফুড ও শাহজালাল ইসলামী ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : লিগ্যাসি ফুটওয়ার, ফাইন ফুড, বিডি অটোকার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আনালিমা ইয়ার্ন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এইচ আর টেক্সটাইল, বিডি ল্যাম্পস, প্রাইম টেক্স ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আলহাজ টেক্সটাইল, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট, বিডি থাই, শাইনপুকুর সিরামিক, ঢাকা ইন্স্যুরেন্স, শমরিতা হসপিটাল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৯০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বিডিকম, লিগ্যাসি ফুটওয়ার, ন্যাশনাল ব্যাংক, ফরচুন সুজ, বিডি থাই, বিএসআরএম স্টিল, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
×