ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১ লাখের বেশি পরীক্ষার্থী

প্রকাশিত: ০৪:০৭, ১১ ডিসেম্বর ২০১৭

১১ লাখের বেশি পরীক্ষার্থী

চীনে রবিবার ১১ লাখের বেশি লোক সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিয়েছে। গতবছর এই সংখ্যা ছিল নয় লাখ ৮৪ হাজারের মত। গতবারের তুলনায় এক হাজার চার শ’ ৭২টি পদ বেশি সৃষ্টি হয়ে এ বছর ২৮ হাজারের বেশি লোক নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য ৩৯ জন প্রতিযোগী পরীক্ষা দিচ্ছে। এ বছরের পরীক্ষায় দেখা গেছে, গতবারের তুলনায় প্রত্যন্ত অঞ্চলে মাঠপর্যায়ে বিভিন্ন পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ৭৬ হাজার বেড়েছে। -এএফপি ডায়ানার ভাস্কর্য বানাতে ব্রিটেনের কেনসিংটন প্যালেস ঘোষণা করেছে যে, ডায়ানার ভাস্কর্য তৈরি করতে চিত্রশিল্পী ইয়ান র‌্যাঙ্ক ব্রোডলিকে নির্বাচিত করা হয়েছে। প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি ইয়ানকে তাদের মায়ের ভাস্কর্য বানাতে নির্বাচিত করেছেন। আশা করা হচ্ছে, ২০১৯ সালে কেনসিংটন প্যালেসে ডায়ানার ভাস্কর্যটি উন্মোচন করা হবে। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ডায়ানা। সে সময় তার বয়স ছিল ৩৬ বছর। -গার্ডিয়ান
×