ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএসের বিরুদ্ধে যুদ্ধ শেষ ॥ ইরাকী প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৬, ১১ ডিসেম্বর ২০১৭

আইএসের বিরুদ্ধে যুদ্ধ শেষ ॥ ইরাকী প্রধানমন্ত্রী

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে ইরাক। শনিবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। এএফপি। তিনি বলেন, আমাদের বাহিনী ইরাক-সিরিয়া সীমান্তের স¤পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং আমি আইএসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিচ্ছি। আমাদের শত্রুরা আমাদের দেশের বেসামরিক লোকজনকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আমরা একতা ও দৃঢ় সংকল্প দ্বারা জয়লাভ করেছি। আমরা অল্প সময়ের মধ্যে বিজয় অর্জন করেছি। ইরাকের প্রধানমন্ত্রী আরও বলেন, আইএসের বিরুদ্ধে যুদ্ধ শেষ, এবার আমাদের দ্বিতীয় যুদ্ধ শুরু হচ্ছে ইরাকে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া দুর্নীতির বিরুদ্ধে। একেও আমরা পরাজিত করব। আইএসের বিরুদ্ধে যুদ্ধ জয় উদযাপনে রোববার ইরাকে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকেও এক বিবৃতিতে আইএসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। নবেম্বরে ইউফ্রেটিস নদীর পাড়ের শহর রাওয়া থেকে আইএসকে হটিয়ে দেয় ইরাকী বাহিনী। জুলাইতে তারা ইরাকের মসুল শহরের নিয়ন্ত্রণ হারায়।
×