ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ কর্মকর্তার হুঁশিয়ারি

ভুল বোঝাবুঝিতে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাধতে পারে

প্রকাশিত: ০৪:০৬, ১১ ডিসেম্বর ২০১৭

ভুল বোঝাবুঝিতে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাধতে পারে

ভুল বোঝাবুঝির কারণে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার মারাত্মক আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি করেছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি নিভৃতকামী দেশটিতে বিরল সফরের পর পিয়ংইয়ংকে আলোচনার পথ খোলা রাখতে আহ্বান জানিয়েছেন। ২০১০ সালের পর প্রথমবারের মতো জাতিসংঘের উচ্চ-পর্যায়ের কর্মকর্তা হিসেবে জেফরি ফেল্টম্যান সম্প্রতি উত্তর কোরিয়া সফরে যান। এর সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করছে পিয়ংইয়ং। জাতিসংঘ বলেছে, ফেল্টম্যান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো ও উপ-পররাষ্ট্রমন্ত্রী পাক এমইয়ংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। তারা স্বীকার করেছেন, বর্তমান পরিস্থিতি চরম উদ্বেগজনক এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ফেল্টম্যান বলেন, শান্তিপূর্ণ সমাধানের পথ বের করতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে সবচেয়ে জরুরি হচ্ছে, ভুল বোঝাবুঝি থেকে নিবৃত্ত থাকা এবং সংঘাতের ঝুঁকি এড়াতে আলোচনার পথ খোলা রাখা। নিরাপত্তা পরিষদের এ সম্পর্কিত সবগুলো প্রস্তাব পরিপূর্ণ বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন জাতিসংঘের রাজনীতিবিষয়ক আন্ডার-সেক্রেটারি ফেল্টম্যান। একেরপর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একঘরে হওয়া দরিদ্র দেশটির ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। পিয়ংইয়ংয়ের ব্যাপক বিধ্বংসী অস্ত্র কর্মসূচী যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানকে উদ্বিগ্ন করে তুলেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংবাদ কেসিএনএ জানায়, বৈরী মনোভাব ও পারমাণবিক কর্মসূচি দিয়ে ব্ল্যাকমেইল করে যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের উদ্বেগজনক পরিস্থিতির দায় পিয়ংইয়ংয়ে ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কিন্তু উত্তর কোরিয়া বিভিন্ন পর্যায়ে সফরের মাধ্যমে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায়। তবে কিম জন উনের সঙ্গে কোন বৈঠকের কথা কেসিএনএ জানায়নি। -এএফপি
×