ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিসরে প্রাচীন মমিসহ নানা পুরাকীর্তি প্রদর্শনী

প্রকাশিত: ০৪:০৫, ১১ ডিসেম্বর ২০১৭

মিসরে প্রাচীন মমিসহ নানা পুরাকীর্তি প্রদর্শনী

মিসরের প্রত্ন তত্ত্ববিদেরা আল-আকসার প্রদেশের প্রাচীন নীল শহরে নতুন আবিষ্কৃত দুটি সমাধির একটি থেকে মমিসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শনীর আয়োজন করেছেন। মমিগুলো সাড়ে তিন হাজার বছর আগের ‘নিউ কিংডমের’ জ্যেষ্ঠ কর্মকর্তাদের হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে উজ্জ্বল বর্ণের চিত্রকর্ম, কাঠের মুখোশ ও অলঙ্কার দিয়ে বানানো মানুষের মূর্তি। দারয়া আবুল নাগা কবরস্থানে ওই সমাধি দুটি অবস্থিত। ইউনেস্কো জানায়, খ্রিস্টপূর্ব ১৫৫০ থেকে ১২৯২ সাল পর্যন্ত রাজতন্ত্রের কর্মকর্তাদের দারয়া আবুল নাগায় সমাহিত করা হত। ভ্যালি অফ দ্য কিংস বা রাজাদের উপত্যকার কাছাকাছি এই অঞ্চলটি মূলত উপসনালয় ও সমাধির জন্য বিখ্যাত। ষোল শতক থেকে খ্রিস্টপূর্ব এগারো শতক পর্যন্ত মিসরের ফেরাউনদের সমাহিত করা হতো ভ্যালি অফ দ্য কিংসে। দেশটির পুরাতত্ত্ব মন্ত্রী বলেন, ১৯৯০ সালের দিকে এক জার্মান প্রত্নতত্ত্ববিদ ওই সমাধি দুটি আবিষ্কার করেন। কিন্তু সাম্প্রতিক তা বন্ধ রাখা হয়েছিল। তবে মমি করে রাখা দেহটি কার, তা এখনও শনাক্ত করা হয়নি। তিনি বলেন, তবে এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত,এটি ডেজুটি মেস নামের এক ব্যক্তির হতে পারে। কারণ মমির ওপর তার নাম খোদাই করা রয়েছে। দ্বিতীয়ত, এটা মাটী নামের এক ব্যক্তি কিংবা তার স্ত্রীর হতে পারে। সমাধিস্তম্ভের ফলকে তাদের নামও লেখা রয়েছে। মিসরীয় মন্ত্রী বলেন, আরও কিছু সমাধিক্ষেত্র উন্মোচন করা বাকি আছে। কারণ, সেগুলো এখনও পুরোপুরি খনন করা হয়নি। গত সেপ্টেম্বরে প্রত্নতত্ত্ববিদেরা আল-আকসার শহরের কাছাকাছি অঞ্চল থেকে রাজকীয় স্বর্ণকারের সমাধি আবিষ্কার করেন। যা ছয়শ’ বছরেরও পুরনো হবে। এতে স্বর্ণকার আমেনেমহাত ও তার স্ত্রীর নাম খোদাই করা আছে। -বিবিসি
×