ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেরুজালেমের স্বীকৃতি বাতিল করুন

প্রকাশিত: ০৪:০৪, ১১ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমের স্বীকৃতি বাতিল করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেরুজালেমকে ইসরাইলী রাজধানীর স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা। রবিবার কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের জরুরী বৈঠকে তারা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা প্রত্যাহারের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এএফপি ও গার্ডিয়ান। আরব লীগের জরুরী বৈঠকে গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে জেরুজালেম স্বীকৃতির বিতর্কিত পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরাইল- ফিলিস্তিনী শান্তি প্রক্রিয়া থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। বৈঠকের শুরুতে আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইত বলেন, প্রত্যেকটি আরব দেশ যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে এবং একে প্রত্যাখ্যান করেছে। আরব লীগের সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রকে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। গেইত বলেন, ‘৫০ বছর ধরে জেরুজালেম অধিকৃত অবস্থায় আছে। মার্কিন এই সিদ্ধান্তের ফলে সঙ্কট আরও দীর্ঘায়িত হবে।’ জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার জন্য আরব পররাষ্ট্রমন্ত্রীরা বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে তা সত্ত্বেও তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। ফিলিস্তিনী পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি প্রস্তাবে ভেটো দেয় তবে তারা সাধারণ পরিষদে অনুরূপ প্রস্তাব আনবেন। আরব লীগের এ বৈঠক কায়রোতে শনিবার রাতে শুরু হয়ে রবিবার শেষ হয়। শুক্রবার অবশ্য বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদ জরুরী বৈঠকে বসেছে। আরব লীগের ওই বৈঠকে জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিন্দা করা হলেও মার্কিন পণ্য বয়কট কিংবা দেশটির সঙ্গে সম্পর্কের মান কমিয়ে আনার মতো শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হয়নি। আরব পররাষ্ট্রমন্ত্রীরা আগামী এক মাসের মধ্যে আরেকটি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকটি জর্দানের রাজধানী আম্মানে হতে পারে। ট্রাম্প বুধবার ওই ঘোষণা দেয়ার পর থেকে ফিলিস্তিনী ভূখ-গুলোতে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে ফিলিস্তিনী কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে একটি পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। চলতি মাসে আরও পরের দিকে পেন্স মধ্যপ্রাচ্য সফরকালে রামাল্লায় তার সঙ্গে আব্বাসের বৈঠক করার কথা ছিল। পেন্সের সফর সূচীর মধ্যে মিসরে যাওয়ার বিষয়টিও রয়েছে। মিসরের শীর্ষ মুসলিম ও খ্রীস্টান নেতৃবৃন্দও পেন্সের সঙ্গে তাদের পূর্ব নির্ধারিত সাক্ষাত বাতিল করেছেন। ফিলিস্তিনী ইসলামপন্থী গ্রুপ হামাস নেতা ইসমাইল হানিয়া ইন্তিফাদা বা অভ্যুত্থানের ডাক দিয়েছেন। এর ফলে আগামী দিনগুলোতে ওই অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হামাস ও আরও ছোট গ্রুপ ইসলামিক জিহাদ উভয় শনিবার তাদের এ আহ্বানের পুনরাবৃত্তি করে। আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ গ্রুপও ইসরাইলীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। ১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল। পরে সেটি নিজের সঙ্গে জুড়ে দিলেও তা কখনও আন্তর্জাতিকভাবে দেশটির বৈধ ভূখন্ডে র মর্যাদা পায়নি। ওল্ড সিটি নামে পরিচিত শহরের পুরনো অংশও ইসরাইলের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। ফিলিস্তিনীরা এই শহরকে রাজধানী করে একটি স্বাধীন দেশ গড়তে চায়। ট্রাম্পের ৬ ডিসেম্বরের ঘোষণা শুধু আরব দেশগুলোই নয়, বরং পশ্চিমা মিত্ররাও সমালোচনা করেছে। তারা বলছে, মধ্যপ্রাচ্যে যেখানে আগে থেকেই অশান্ত অবস্থা বিরাজ করছে সেখানে বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তোলার প্রয়োজন ছিল না।
×