ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা দক্ষিণে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ নয় রুল জারি

প্রকাশিত: ০৪:০৩, ১১ ডিসেম্বর ২০১৭

ঢাকা দক্ষিণে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ নয় রুল জারি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় হোল্ডিং ট্যাক্স (গৃহকর) নির্ধারিত হারের অতিরিক্ত আদায় কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রসহ পাঁচজনকে জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া ট্যাক্স আদায়ে বিভিন্ন সময় জারি করা নোটিসের কার্যকারিতা স্থগিত করেছে। একই সঙ্গে নোটিসগুলো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোঃ মুক্তাদির রহমান। সিটি কর্পোরেশনের এক শ’ চারজনের পক্ষে করা রিট আবেদনের ওপর শুনানি করা হয়। আইনজীবী জানান, হোল্ডিং ট্যাক্স নিতে হলে নির্ধারিত হারে নিতে হবে। ব্যারিস্টার মুক্তাদির রহমান পরে বলেন, মিউনিসিপ্যাল কর্পোরেশন (ট্যাক্সেশন) রুলস-১৯৮৬ অনুসারে ২০১৫ সালে একটি গেজেট প্রকাশ করা হয়। ওই রুলসটি বাতিল করে ২০০৯ সালে সিটি কর্পোরেশন আইন করা হয়েছে। এ আইনের অধীনে ট্যাক্স আদায়ের জন্য রুলসও করা হয়েছে। তবে রুলসটি এখনও কার্যকর করা হয়নি। এ অবস্থায় মিউনিসিপাল কর্পোরেশন (ট্যাক্সেশন) রুলস-১৯৮৬ অনুসারে ট্যাক্স আদায় করছে সিটি কর্পোরেশন। তিতাস সিবিএ’র নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বৃহস্পতিবার ‘তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নে’র (সিবিএ) নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন তিতাস বোর্ডের পরিচালক খান মঈনুল ইসলাম মোস্তাক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহামুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলহাজ মোঃ সিরাজুল ইসলাম এবং তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মীর মসিউর রহমান। অনুষ্ঠানে নব নির্বাচিত সিবিএ নেতৃবৃন্দসহ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×