ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে ইউসিবি ব্যাংক শাখায় অগ্নিকান্ড নিরাপত্তাকর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৪:০২, ১১ ডিসেম্বর ২০১৭

না’গঞ্জে ইউসিবি ব্যাংক শাখায় অগ্নিকান্ড নিরাপত্তাকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর টানবাজার এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট পদ্মা সিটি প্লাজা-১ এর ভবনের তৃতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) নারায়ণগঞ্জ শাখায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে সেলিম মিয়া (৪৩) নামে ব্যাংকের এক নিরাপত্তা কর্মী আগুনে পুড়ে মারা গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (৩৫) নামে এক দমকল কর্মী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ব্যাংকের আসবাবপত্র, সিলিং ফ্যান, চেয়ার-টেবিল, কম্পিউটার ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকা রাখার ভল্ট অক্ষত রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৪টায়। অগ্নিকা-ের খবর পেয়ে ব্যাংকের গ্রাহকরা সকাল থেকেই ব্যাংকে ভিড় করে। জানা গেছে শনিবার ভোরে আকস্মিকভাবে নগরীর টানবাজার এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মার্কেট পদ্মা সিটি প্লাজা-১ এর ১০ তলা ভবনের তৃতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) নারায়ণগঞ্জ শাখায় আগুনের সূত্রপাত্র ঘটে।
×