ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিজিটাল ওয়ার্ল্ড ॥ সাংবাদিকতায় পুরস্কার পেলেন জনকণ্ঠের ফিরোজ মান্না

প্রকাশিত: ০৮:২২, ১০ ডিসেম্বর ২০১৭

ডিজিটাল ওয়ার্ল্ড ॥ সাংবাদিকতায় পুরস্কার পেলেন জনকণ্ঠের ফিরোজ মান্না

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ পুরস্কার পেয়েছেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ফিরোজ মান্নাসহ সারাদেশের ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি বিকাশে প্রচারের জন্য সাংবাদিকতায় ব্যক্তি ক্যাটাগরিতে তথ্য অধিদফতরের মনোনয়নের ভিত্তিতে ফিরোজ মান্নাকে এই পুরস্কার দেয়া হয়। ডিজিটাল ওয়ার্ল্ড সমাপনী অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য আরও যারা পুরস্কার পেলেন এর মধ্যে শিক্ষা ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। স্বাস্থ্য ক্যাটাগরিতে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান, কৃষিতে দুই জন, সাংবাদিকতায় একজন, সফটওয়্যার ইনোভেশনে একটি প্রতিষ্ঠান, নাগরিক সেবায় ৫ জন, স্থানীয় সরকার ক্যাটাগরিতে ৪ প্রতিষ্ঠান পুরস্কার পায়। প্রতিষ্ঠানের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা পুরস্কার গ্রহণ করেন। শিক্ষায় যারা পুরস্কার পেয়েছেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা (বেসরকারী), কুমিল্লা জেলা স্কুল, ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়, রাজশাহীর সরকারী কলেজ, রাজধানী উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, রাজশাহীর মহিলা আলিম মাদ্রাসা, গোপালগঞ্জের কোটালিপাড়া বলুহার দাখিল মাদ্রাসা, কুমিল্লার হারাতলী দাখিল মাদ্রাসা এবং ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আজিমপুর সরকারী গালর্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হাছিবুর রহমান ও ময়মনসিংহ জেলা স্কুলের সহকারী শিক্ষক খুরশিদ আলম। স্বাস্থ্য ক্যাটাগরিতে ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি হলো- এমআইএস স্বাস্থ্য অধিদফতর (বিভাগীয় পর্যায়ে), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (বিভাগীয় পর্যায়ে), যশোরের সিভিল সার্জন (জেলা পর্যায়ে) ডাঃ দিলীপ কুমার রায়, টাঙ্গাইলের কালিহাতি উপজেলা (উপজেলা পর্যায়ে) ডাঃ মোঃ বেলায়েত হোসেন ও গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (উপজেলা পর্যায়ে) ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ। কৃষি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, জেলা পর্যায়ে ড. প্রকৌশলী মোহাম্মদ আবুল কাসেম (বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ) এবং উপজেলা পর্যায়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃষি কর্মকর্তা নূর আলম। সফটওয়্যার ইনোভেশন ক্যাটাগরিতে টাইগার আইটি (বাংলাদেশ) লিমিটেড। এছাড়াও নাগরিক সেবায় পুরস্কার পেয়েছেন, পাবনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়ছারুল ইসলাম, রাজবাড়ী সদরের সহকারী কমিশনার (ভূমি) আনম আবুজর গিফারী, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, র‌্যাব সদর দফতরের স্কোয়াড্রন লিডার মুহাম্মদ মাহফুজুর রহমান এবং বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী। স্থানীয় সরকার ক্যাটাগরিতে মৌলভীবাজারের পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম মহীউদ্দীন, রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নাছিমা জামান ববি এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন কুমার দাস। এছাড়াও অনুষ্ঠানে ৮টি স্টলকে শ্রেষ্ঠ স্টল হিসেবে ঘোষণা করা হয়। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভুটানের আইসিটি মন্ত্রী ডিএন ডঙ্গুয়েল, ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে ৫ লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন। আর অনলাইনে নিবন্ধন করেন ১ লাখের বেশি প্রযুক্তিপ্রেমী। ৪ দিনে অনুষ্ঠিত ২৪টির বেশি সেমিনার ও কর্ম অধিবেশনে দেশী-বিদেশী মিলিয়ে ২৮৯ জন বক্তা অংশ নেন।
×