ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেয়ার আহ্বান

বেগম রোকেয়া দিবস পালন

প্রকাশিত: ০৬:৪৬, ১০ ডিসেম্বর ২০১৭

বেগম রোকেয়া দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এসব কর্মসূচীর মধ্যে ছিল মিলাদ মাহফিল, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, রক্তদান, র‌্যালি, আলোচনা সভা ও জড়িতদের মধ্যে পদক প্রদান। এসব অনুষ্ঠানে বক্তারা সর্বত্র নারীর সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে নারী মুক্তি কেন্দ্রের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো Ñ রংপুর শনিবার ছিল বেগম রোকেয়া দিবস। এদিন নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। এ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ৩ দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে। শনিবার সকাল ৯ টায় বেগম রোকেয়া স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। সকাল ১০ টায় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ মাহফিল, সকাল সাড়ে ১০ টায় প্রামাণ্য চিত্র প্রদর্শনী, সকাল ১১ থেকে দুপুর ২ টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা এবং বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করা হয়। সাড়ে ৪টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রংপুরের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক রাশেক রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন-অর রশীদ। বেগম রোকেয়ার অসাম্প্রদায়িক ও সাম্য চেতনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম। প্রধান আলোচক ছিলেন প্রফেসর আতাহার আলী খান ও রোজী রহমান। সন্ধ্যা ৬ টায় নাটিকা, সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ঝালকাঠি শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার পিছিয়ে পরা নারীদের সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন অবদানের জন্য নারীদের তুলে এনে তাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠান করার জন্যই জয়িতা অন্বেষন। এর ফলে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদেরও এগিয়ে আসার অনুপ্রেরণা সৃষ্টি করছে। তিনি শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। অনুষ্ঠানে ড. কামরুন্নেছা আজাদ, আনোয়ারা বেগমকে জয়িতা সম্মাননা ক্রেস্ট, সনদপত্র প্রদান করেন। জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরদার শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার ও উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া। নোয়াখালী শনিবার দুপুরে নারীমুক্তি কেন্দ্র জেলা শাখা এ উপলক্ষে সমবায় সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সংগঠক স্বর্ণালী আচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী) জেলা শাখার সদস্য সাবেক ছাত্র নেতা বিটুল তালুকদার, কেন্দ্রের সংগঠক সুলতা সূত্রধর ও মুনতাহার প্রীতি। বক্তারা বেগম রোকেয়ার জীবন, কর্ম ও নারী জাগৃতি আন্দোলনে তার অবদান সম্পর্কে আলোচনা করেন। এক অন্ধকারময় সমাজ বাস্তবতায় জন্মগ্রহণ করেও অবরোধবাসের বিরুদ্ধে মুক্তির উপায় খুঁজতে অন্যতম হাতিয়ার করেছিলেন নারী শিক্ষার বিস্তার। এ অবস্থার অবসানে রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। সর্বত্র নারীর সমঅধিকার নিশ্চিত করার জন্য সর্বস্তরের মানুষকে নারীমুক্তি কেন্দ্রের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। ঠাকুরগাঁও শনিবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শদ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া ম-ল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ফারতুন নেসা পেরিস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান খোকন, আওয়ামী লীগের সভানেত্রী দ্রোপদ্রী দেবী আগরওয়ালাসহ মহিলা নেতৃবৃন্দ। পরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলার মোট ১০ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিভিন্ন কলেজের মেয়েদের মঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রাম নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, জয়িতাদের সংবর্ধনা ও জয়িতা কর্ণার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা থেকে ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হয়। এছাড়াও উপজেলা থেকে ২ জনকে দেয়া হয় সংবর্ধনা। শনিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মহিলা সংগঠনসমূহের সভানেত্রী দিলরুবা খানম ঝুমা ও এএফএডির সাঈদা ইয়াসমীন রুপা। গাইবান্ধা শনিবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে শহরে র‌্যালি ও পরে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিয়া ফেরদৌস জাহান প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৮ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। নওগাঁ জেলায় এবার ৯৭টি সমিতির বিপরীতে মোট ১৮ লাখ ৭০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ অনুদানের আওতায় মোট ৮৮টি সমিতির অনুকূলে ১৭ লাখ ৩০ হাজার টাকা, স্বেচ্ছাধীন অনুদানের আওতায় দু’টি সমিতির অনুকূলে ৭০ হাজার টাকা এবং বিশেষ অনুদানের আওতায় দু’টি সমিতির অনুকূলে ৩৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা প্রদান করা হয়। এদিন দুপুরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস চত্বরে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সদর উপজেলা পর্যায়ে ৫ জন এবং জেলা পর্যায়ের নির্বাচিত ৫ জন নারীকে জয়িতা হিসেবে সন্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়। জেলা মহিলা বিষয়ক দফতর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশসাক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বেগম শাহিন মনোয়ারা হক, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রওশন আরা বেগম এবং জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান শাহনাজ বেগম। এর আগে জেলা মহিলা বিষয়ক অধিদফতরের সামনে একটি মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মুন্সীগঞ্জ শনিবার লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সেলীমা খাতুনের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি তালুকদার ও ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী। অনুষ্ঠানে উপজেলার পাঁচ জয়িতাকে পাঁচটি ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কৃত জয়িতারা হলেন নয়ন বেগম, সানজিদা আক্তার শিমু, রহিমা বক্স ডলি, সেলিনা খাতুন ও মুন্নী দাস। লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদফতরের আয়োজনে শনিবার জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, জয়িতা সম্মাননা ও অনুদানের চেক বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপিত হয়। সকালে জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমী, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শফিউল আরিফ, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এস. এম. রশিদুল হক, ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান। আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জন কে জয়িতা সম্মননা ও মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। নাটোর শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা ও জেলার শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নাটোরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন শেষে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শবনম শিরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা বানু লেখাসহ নারী নেতৃবৃন্দ। পরে জেলার ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পার্বতীপুর শনিবার সকাল ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রিয়াজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মাহফুজা বেগম. ইয়ং স্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন , পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শ.আ.ম হায়দার প্রমুখ বক্তব্য দেন। রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাবি ড্রামা এসোসিয়েশনের (রুডা) আয়োজনে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে রোকেয়া হলের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রুডার সভাপতি সুব্রত কুমার ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক একেএম আরিফুল ইসলাম, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিৎ কুমার প্রমুখ। সমাবেশে বক্তারা রোকেয়া হলের সামনে বেগম রোকেয়ার ভাস্কর্য স্থাপনের দাবি জানান। একই দাবিতে শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসে প্রদীপ প্রজ্জ্বালন করে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোট। এর আগে হলের সামনে রুডার ৬৩তম প্রযোজনায় নাটক ‘জ্ঞানের আলো’ মঞ্চস্থ হয়।
×