ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাখি প্রদর্শনী ॥ বাল্যবিবাহ রোধে সভা

প্রকাশিত: ০৬:৩৮, ১০ ডিসেম্বর ২০১৭

পাখি প্রদর্শনী ॥ বাল্যবিবাহ রোধে সভা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে পোষা পাখি কবুতর, মাছ ও পোল্ট্রি প্রদর্শনী। চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ ধরনের মেলা তৃতীয়। সকালে এ মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. গৌতম বুদ্ধ দাশ, সিএমপি কমিশনার মোঃ ইকবাল বাহারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ। মেলায় বিভিন্ন প্রজাতির ৩শ’ পোষা পাখি, ৩০০ শৌখিন কবুতর প্রদর্শিত হয়। বাল্যবিবাহ রোধে সভা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ডিসেম্বর ॥ চরভদ্রাসনে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা প্রশাসন ও পল্লীবাংলা উন্নয়ন সহযোগিতা সংস্থার যৌথ উদ্যোগে । শুরুতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সদর রোড ঘুরে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (্এপিডি) শেখ ইউসুফ হারুন।
×