ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে ১০ স্বাস্থ্য কেন্দ্র ব্যবহার অনুপযোগী

প্রকাশিত: ০৬:৩৭, ১০ ডিসেম্বর ২০১৭

বাউফলে ১০ স্বাস্থ্য কেন্দ্র ব্যবহার অনুপযোগী

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ ডিসেম্বর ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং আবাসিক কোয়ার্টারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৪০ বছর আগে তৎকালীন সরকার উপজেলার বিভিন্ন এলাকায় ১০টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং আবাসিক কোয়ার্টার নির্মাণ করে। বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রের ভবন ও কোয়ার্টারগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদ চুয়ে পানি পড়ে। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। দরজা-জানালা ভেঙ্গে গেছে। বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাউফল হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে স্বাস্থ্য অধিদফতরের অর্থায়নে উপজেলায় ১০টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ডাক্তারদের জন্য আবাসিক কোয়ার্টার নির্মাণ করা হয়। এ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দীর্ঘ ৪০ বছর ধরে গ্রামের মানুষের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বিশেষ করে মা ও শিশুরা বেশি চিকিৎসা সুবিধা নিচ্ছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার বছরে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে একজন করে এমবিবিএস ডাক্তারও (বিসিএস স্বাস্থ্য) নিয়োগ দিয়েছে। এসব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দুরবস্থার কথা সংশ্লিষ্ট দফতরকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি।
×