ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় দুই ভাই নিহত

প্রকাশিত: ০৬:৩৭, ১০ ডিসেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় দুই ভাই নিহত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৯ ডিসেম্বর ॥ লক্ষ্মীপুর- রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার জকসিন বাজার এলাকায় বাসের ধাক্কায় দু’শিশু সহোদর ভাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে, একই উপজেলার লাহারকান্দির শহীদপুর এলাকার খোরশেদ আলমের পুত্র হাসান ও হোসেন। তাদের দু’জনের বয়স ১৪। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মান্দারী বাজার থেকে একটি ফ্রিজ নিয়ে খোরশেদ আলম ও তার দু’ছেলেকে সঙ্গে নিয়ে ভ্যানগাড়ি করে জকসিন বাজারের দিকে আসছিলেন। বাজারের অদূরে ভ্যানগাড়িটি নষ্ট হয়ে যায়। পরে সিএনজি অটোরিক্সার সঙ্গে ভ্যানগাড়িটি বেঁধে নিয়ে আসার সময় বিপরীত দিকে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে হাসান ও হোসেন মারা যায়। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মিরা বেগম, মনসুর ও আলামিন। মিরা বেগম ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান অপর দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মিরা বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া আহত হন আরও চার যাত্রী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনসুর ও আলামিন। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, মহানগরীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আবু নাসের (৫২)। শনিবার সকালে নগরীর নিউমার্কেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাসেরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বলে পুলিশ জানিয়েছে। তিনি সদরঘাট এলাকায় মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
×