ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৬:৩৫, ১০ ডিসেম্বর ২০১৭

টু ক রো  খ  ব  র

বেনাপোল সীমান্তে আটক ৯ স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ দৌলতপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় দুই নারী, তিন পুরুষ ও চার শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি নড়াইল, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।বিজিবি জানায়, কামারবাড়ি নামকস্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর হোয়ানক কালাগাজির পাড়ায় গুলিতে আবু কায়সার নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোরে প্রতিপক্ষ জালাল বাহিনীর সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সাবেক মেম্বার জোনাব আলীর পুত্র আবু কায়সার মারা যান বলে দাবি করেছে তার পরিবার। নিহতের পিতা জোনাব আলী অভিযোগ করেন, জালাল বাহিনীর ২০-৩০ জনের একদল সন্ত্রাসী জোনাব আলীর বাড়িতে হামলা ও কায়সারকে লক্ষ্য করে গুলি করে। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে বেলা ১১টায় মারা যান তিনি। নূরুল আলম স্কুল এ্যান্ড কলেজ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৯ ডিসেম্বর ॥ মানসম্পন্ন শিক্ষা বিস্তারের লক্ষ্যে উপজেলায় যাত্রা শুরু করেছে নুরুল আলম স্কুল এ্যান্ড কলেজ। হাসনাবাদ কন্টেইনার রোডের পাশে সুবিশাল পরিসরে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানটি শুক্রবার উদ্বোধন করেন বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নীলুফার জাহান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল আলম, অধ্যক্ষ ও সদস্য সচিব ডি.এম. বাকি উল্লাহ, প্রফেসর আশ্রাফ উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত প্রতিমন্ত্রী বলেন, আমরা সেই সন্তান তৈরি করতে চাই, যে কিনা দেশকে ভালবাসবে। দেশের জন্য প্রাণ দেবে। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম। ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ ডিসেম্বর ॥ জামালপুর-ময়মনসিংহ রেলপথের বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে শনিবার সকাল সাড়ে আটটার দিকে একটি তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুরে আসার পথে এ দুর্ঘটনার শিকার হয়। সাতঘণ্টা উদ্ধার অভিযানের পর বিকেল তিনটা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রেলপথের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থানায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। জানা গেছে, তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনটি ২৪টি বগি নিয়ে জামালপুরে আসছিল। ট্রেনটি বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় সকাল সাড়ে আটটার দিকে দুই লাইনের সংযোগস্থলে ইঞ্জিন ও এর তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে ময়মনসিংহের কেওয়াটখালী থেকে একটি উদ্ধারকারী ট্রেন বেলা সাড়ে এগারোটার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। টানা সাত ঘণ্টা সময় ধরে উদ্ধার অভিযানের পর বিকেল তিনটা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নগরকান্দায় প্রতিমা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ ডিসেম্বর ॥ নগরকান্দায় দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত গাঙজগদিয়া সার্বজনীন কালীমন্দিরে। অজ্ঞাত দুর্বৃত্তরা ওই কালীমন্দির চত্বরের পাশে সংরক্ষিত দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিকের প্রতিমার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলে। শনিবার সকালে পূজা দিতে এসে ওই মন্দিরের সেবায়েত দুলাল বর্মণ প্রতিমাগুলোর মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভাঙ্গা অবস্থায় দেখতে পান। পরে এলাকাবাসী থানায় খবর দেয়। বগুড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার ভোরে সদরের সাবগ্রাম এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে। রেল পুলিশ জানায়, ভোরে রংপুর এক্সপ্রেসের নিচে ওই ব্যক্তি কাটা পড়ে। নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে এলাকার লোকজন রেলওয়ে পুলিশকে জানিয়েছে। সাবগ্রাম রেলগেটের নিকট এই দুর্ঘটনা ঘটে।
×