ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিশুদের যৌন হয়রানি বন্ধে সভা

প্রকাশিত: ০৬:৩৪, ১০ ডিসেম্বর ২০১৭

শিশুদের যৌন হয়রানি বন্ধে সভা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘যৌন হয়রানির শিকার শিশু : সাম্প্রতিক পরিস্থিতি এবং হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা বাস্তবায়নে করণীয়’ বিষয়ক মতবিনিময় সভা শনিবার সকালে মহানগরীর শিরিশনগর এলাকায় রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের গার্লস এ্যাডভোকেসি এ্যালায়েন্স প্রকল্প আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান। তিনি বলেন, সরকার নারী ও শিশুদের যৌন হয়রানি বন্ধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের সুফল পেতে শিশুকে সচেতন করে তুলতে হবে। পরিবার পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠানে এই সচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে হবে। রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন প্রমুখ। স্কুলে টিফিন বক্স বিতরণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৩২৪ শিক্ষর্থী পেলো টিফিন বক্স। শনিবার সকালে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী শিক্ষার্থীদের হাতে এসব টিফিন বক্স তুলে দেন। উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আযম তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিফিন বক্স বিতরণ করা হয়। এ সময় ফারুক চৌধুরী এমপি বলেন, প্রথানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাসহ সকল স্তরে উন্নয়ন করেই চলেছেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নাহার মেরিনা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাবিয়ার রহমান, সাধারণ সম্পাদক শাহ জাহান শাহিন বক্তব্য রাখেন।
×