ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে জাতীয় যুব সংহতির সম্মেলন

প্রকাশিত: ০৬:৩৪, ১০ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জে জাতীয় যুব সংহতির সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৯ ডিসেম্বর ॥ জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক এস এম লুৎফুর রহমানের সভাপতিত্বে শনিবার দুপুরে এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাপার প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপার সভাপতি আতিকুর রহমান আতিক। সম্মেলন উদ্বোধন করেন, জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন। বিশেষ অতিথি ছিলেন, জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা এমপি এবং প্রধান বক্তা ছিলেন, জাপা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সংশ্লিষ্ট কেন্দ্রীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা। সম্মেলনে বক্তরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসাতে এখন থেকে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান। শিক্ষকের ওপর হামলাকারীকে গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ ডিসেম্বর ॥ সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রবের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারী চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার দুপুরে কলেজের সামনের রাস্তায় মানববন্ধনে বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শাহাদৎ ইকবাল, সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল খালেক মিঠু, সহকারী অধ্যাপক কামরুজ্জামান শাহিন প্রমুখ। বক্তারা অবিলম্বে কলেজের শিক্ষক আব্দুর রবকে আঘাতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
×