ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে খেলা না হলে ফাইনালে কুমিল্লা

প্রকাশিত: ০৬:২৩, ১০ ডিসেম্বর ২০১৭

বৃষ্টিতে খেলা না হলে ফাইনালে কুমিল্লা

স্পোর্টস রিপোর্টার ॥ সবার আগে ফাইনালে উঠে গেছে ঢাকা ডায়নামাইটস। শিরোপা ধরে রাখার মিশনে গত আসরের চ্যাম্পিয়নরা শেষ মুহূর্তের জয়ে লীগপর্ব শেষে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠেছিল। সে কারণে প্রথম কোয়ালিফায়ার খেলে। সেই ম্যাচে শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯৫ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে পা রাখে ঢাকা। এবার তাদের অপেক্ষা প্রতিপক্ষের জন্য। সেটি নির্ধারণ হবে আজ। কিন্তু আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে আছে বৃষ্টির শঙ্কা। বৃষ্টিতে ম্যাচ অনুষ্ঠিত না হলে কি ঘটবে এটাই প্রশ্ন সবার? এর সহজ উত্তর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০- আসরের বাইলজেই আছে। যেহেতু কোন রিজার্ভ ডে নেই, ম্যাচ পরিত্যক্ত হলে লীগপর্বের শীর্ষ দল হিসেবে ফাইনালে যাবে কুমিল্লা। কপাল পুড়বে রংপুর রাইডার্সের। কারণ তারা লীগপর্বে চতুর্থ দল হিসেবে শেষ চারে উঠে এসেছিল। শনিবার ছিল বিপিএলের বিরতির দিন। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হওয়া দুই দল কুমিল্লা এবং রংপুর সে কারণে অনুশীলনে নামতে পারেনি। আবহাওয়া রিপোর্ট অনুসারে রবিবার (আজ) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের সময় বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। থেমে থেমে কয়েক দফায় বৃষ্টি হতে পারে ঢাকায়। আর ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে। বৃষ্টির দাপটে ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনাটাও বেশ প্রবল। এই ম্যাচটির কোন রিজার্ভ ডে-ও রাখা হয়নি। এ কারণে ফাইনালে ঢাকার প্রতিপক্ষ কে হবে? বৃষ্টিতে খেলা না হলে এর সুবিধাটা পাবে কুমিল্লা। কারণ পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারা লীগপর্ব শেষে। আর হেড-টু-হেড বিষয়টি বিবেচনায় আনলেও সেক্ষেত্রে রংপুরের চেয়ে এগিয়ে থাকছে কুমিল্লাই। কারণ লীগপর্বের দুই সাক্ষাতেই হেরেছে রংপুর। তবে লীগের বাই-লজ অনুসারে যা আছে সেটাই এখানে কার্যকর হবে। বাইলজ অনুসারে কোন প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৃষ্টির কারণে খেলা অনুষ্ঠিত না হলে যদি সম্ভব হয় ১ ওভারের ম্যাচ হবে যেটি টাই হলে সুপার ওভার হিসেবে ফলাফল নির্ধারণ করতে খেলানো হয়। যদি সুপার ওভারও অনুষ্ঠিত হওয়ার সুযোগ না থাকে নির্ধারিত সময়ের মধ্যে সেক্ষেত্রে লীগপর্বে পয়েন্ট তালিকা অনুসারে সিদ্ধান্ত হবে বিজয়ী দল। তাই খেলা না হলে শেষ পর্যন্ত কুমিল্লাই উঠবে ফাইনালে। তারা লীগপর্বের ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। আর রংপুর ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছিল ৪ নম্বরে। শীর্ষে থাকার জন্য ফাইনালে ঢাকার প্রতিপক্ষ হবে কুমিল্লা।
×