ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই দলের সামনেই সমান সুযোগ দেখছেন এাশরাফি

প্রকাশিত: ০৬:২২, ১০ ডিসেম্বর ২০১৭

দুই দলের সামনেই সমান সুযোগ দেখছেন এাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ লীগপর্বের সেরা দল হয়ে কোয়ালিফায়ার খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি। আজ দ্বিতীয় সুযোগ ২০১৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ শিরোপাধারীদের। অধিনায়ক তামিম ইকবালের দাবি টানা দুই ম্যাচ হেরে যাওয়ার মতো দল নয় কুমিল্লা। তাই আজ ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। অপরদিকে এলিমিনেটর ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে এখন আরও উজ্জীবিত রংপুর রাইডার্স। দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার জন্য সুযোগ এ ম্যাচে জিতে ফাইনালে খেলার। এর আগে অধিনায়ক হিসেবে দুই শিরোপা জেতা মাশরাফি অবশ্য আপাতত আজকের ম্যাচ নিয়েই ভাবছেন। তিনি মনে করেন সেরা দলের বিরুদ্ধে খেলতে হবে বলে কঠিন একটা লড়াই হবে। কিন্তু দু’দলেরই ফাইনালে ওঠার সমান সুযোগ দেখছেন তিনি। লীগপর্বে মাত্র তিনটি ম্যাচ হেরেছে কুমিল্লা। অন্য যে কোন দলের চেয়ে সবচেয়ে কম পরাজয়ের যন্ত্রণা সইতে হয়েছে তাদের। তবে সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই হারতে হয়েছে। শেষ লীগ ম্যাচে সিলেট সিক্সার্সের বিরুদ্ধে ২৫ রানে জিতলেও আগের ম্যাচটিতেই খুলনা টাইটান্সের কাছে ১৪ রানে পরাজিত হয়েছিল। আর পয়েন্ট টেবিলের এক নম্বর দল হয়েও তারা ফাইনালে ওঠার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকার কাছে ৯৫ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। টানা দুই পরাজয় এখন পর্যন্ত দেখেনি দারুণ সামঞ্জস্যপূর্ণ দলটি। এ কারণে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার জিততে আত্মবিশ্বাসী কুমিল্লা অধিনায়ক তামিম। ফাইনালে উঠতে পারলে ঢাকার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সুযোগও পাবে দল। এ বিষয়ে তিনি বলেন, ‘তার আগে ১০ তারিখ (আজ) জিততে হবে। আমার মনে হয় আমরা এমন দল যারা টানা দুইবার হারতে পারে না। আশাকরি আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াব। ১০ তারিখে যদি আমরা তাদের চেয়ে ভাল খেলি তাহলে জিততে পারব। তারা ভাল খেললে তারা জিতবে।’ আর ক্রিকেট খেলায় এমন দিন আসতেই পারে। কোন একটা দিন অনেক ভাল দলও হেরে বসতে পারে দুর্বলতর দলের কাছে। কুমিল্লার উদ্বোধনী জুটিটা পুরো আসরেই সেভাবে ভাল করতে পারেনি। এ বিষয়ে তামিম বলেন, ‘ক্রিকেটে যে কোন সময় যে কোন কিছু হতে পারে। জস বাটলার বলেই যে সব সিরিজে বা ম্যাচে ভাল করবে তা নয়। মানুষের খারাপ দিন আসে। সে ভাল করলে আমাদের ব্যাটিং বিভাগটা দারুণ হবে। আমরা আসলে টাকা দিয়ে ভাল খেলোয়াড় আনতে পারব, কিন্তু পারফর্মেন্স পাব না। তা সে জস বাটলার হোক, তামিম ইকবাল হোক বা শচীন হোক।’ রংপুর এবার বেশ শক্তিধর দল গড়েছে। এই দলটিতে আছেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের মতো টি২০ ক্রিকেটের দুই অন্যতম দুর্ধর্ষ ব্যাটসম্যান। গেইল নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এলিমিনেটর ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে। দলের প্রত্যাশা পূরণ করেছেন। তবে ম্যাককালাম এখন পর্যন্ত সেটা করে দেখাতে পারেননি। এ কারণে গেইলের ওপেনিং সঙ্গীও পাল্টে গেছে। এ বিষয়ে রংপুর অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমরা জানি, বেশিরভাগ ম্যাচই তাদের দুইজনের ওপর নির্ভর করছে। হয়তো রবি বোপারা স্ট্রাইক রোটেট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু বড় পার্থক্য গড়ে দিতে নির্ভর করা হয় তাদের দুইজনের (গেইল-ম্যাককালাম) ওপর। অবশ্যই ওর (ম্যাককালাম) কাছ থেকে আমরা বড় রান চাই। আমাদের অনুশীলন দেখে থাকলে দেখবেন একমাত্র ও-ই সবসময় চেষ্টা করছে। একই সঙ্গে বলব ও-ও জানে এই উইকেট ও’র জন্য কঠিন। আমি এখনও আশাবাদী ম্যাককালাম এগিয়ে আসবে।’ এবার মাশরাফির তৃতীয়বার বিপিএল শিরোপা জেতার হাতছানি। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লার হয়ে এর আগে দুটি শিরোপা জিতেছিলেন। এবার রংপুরের হয়ে জেতার সুযোগ। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘এতদূর ভাবছি না। আমরা যদিও এই পর্যন্ত এসেছি ভারসাম্য নিয়ে কিন্তু সংগ্রাম করেছি। একটা ভাল দল শুধু নাম দিয়েই হয় না ভারসাম্যটা খুব গুরুত্বপূর্ণ। পরের দুই ম্যাচের কথা আমি বলব না, পরের ম্যাচটা নিয়ে ভাবছি। সম্ভব টুর্নামেন্টের সেরা দুই দলের একটির বিপক্ষে আমাদের খেলতে হবে। পরের ম্যাচটা দুই দলের জন্যই সমান। যারা ¯স্নায়ুচাপ ধরে রাখতে পারবে তারাই সুবিধা পাবে।’
×