ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাভাল-গ্র্যান্ডহোমের প্রতিরোধের পরও উইন্ডিজের দিন

প্রকাশিত: ০৬:২১, ১০ ডিসেম্বর ২০১৭

রাভাল-গ্র্যান্ডহোমের প্রতিরোধের পরও উইন্ডিজের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যামিল্টন টেস্টের শুরুতেই মিশ্র একটা দিন পার করেছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন (৪৩), অভিজ্ঞ রস টেইলর (১৬) আর টম লাথামের (২২) মতো তারকা ব্যাটসম্যানরা নিজেদের ইনিংসগুলো বড় করতে পারেননি। তবু প্রথমদিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ২৮৬। কিউইদের রেসে ফিরিয়েছেন ওপেনার জিত রাভাল (৮৪) ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম (৫৮)। তবু দিনটা স্বাগতিকদের হতে দেননি দুই ওয়েস্ট ইন্ডিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল (৩/৭৯) ও মিগুয়েল কামিন্স (২/৩৭)। প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ফয়সালার এই টেস্টে নেই সফরকারী অধিনায়ক জেসন হোল্ডার। স্লো-ওভার রেটের কারণে একম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি। শুরুটা যেমন ছিল, তাতে দিন শেষে হাসিটা বেশি চওড়া হওয়ার কথা ক্যারিবিয়ানদের। কারণ টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে ভাল শুরু এনে দেন টম লাথাম ও জিত রাভাল। উদ্বোধনী জুটিতে দু’জন তোলেন ৬৫ রান। ব্যক্তিগত ২২ রানে আউট হওয়া লাথামের উইকেট ছিল প্রথম সেশনে ক্যারিবিয়ানদের একমাত্র প্রাপ্তি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়েন রাভাল। ১ উইকেট হারিয়েই নিউজিল্যান্ডের দলীয় সংগ্রহ দেড় শ’ পেরিয়ে যায়। ক্যারিবিয়ানদের ম্যাচে ফেরা এরপরই। আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ৪৩ রান করা উইলিয়ামসনকে ফিরিয়ে ৮৯ রানের জুটি ভাঙ্গেন পেসার কামিন্স। ততক্ষণে ছন্দ ফিরে পান তার দুই সঙ্গী কেমার রোচ ও গ্যাব্রিয়েল। ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট বোলারদের ব্যবহার করেন বেশ দক্ষতার সঙ্গে। শুরুতে খরুচে গ্যাব্রিয়েল দুর্দান্ত এক ডেলিভারিতে ফিরিয়ে দেন মাথা ব্যথার কারণ হয়ে ওঠা রাভালকে (৮৪)। রস টেইলর ও হেনরি নিকোলসরা টিকতে পারেননি। ১৫৪/১ থেকে সহসা কিউদের স্কোর হয়ে যায় ১৯৮/৫। এ পর্যায়ে স্বাগতিকদের উদ্ধার করেন আগের টেস্টের সেঞ্চুরিয়ান কলিন ডি গ্র্যান্ডহোম। পাল্টা আক্রমণে সরিয়ে দেন চাপ। মিচেল স্যান্টনারের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েন ৭৬ রানের কার্যকর এক জুটি। দ্বিতীয় নতুন বলে স্যান্টনারকে বোল্ড করে এই জুটি ভাঙ্গেন গ্যাব্রিয়েল। দিনের শেষভাগে গ্র্যান্ডহোমকেও ফিরিয়ে দেন তিনি। ৫ চার ও ৪ ছক্কায় কিউই অলরাউন্ডারের নামের পাশে তখন ৫৮ রান। দিনের প্রথমভাগ যদি হয় নিউজিল্যান্ডের, তবে পেসারদের নৈপুণ্যে দ্বিতীয় ভাগটা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৮৬/৭ (৮৭ ওভার; রাভাল ৮৪, লাথাম ২৩, উইলিয়ামসন ৪৩, টেইলর ১৬, নিকোলস ১৩, স্যান্টনার ২৪, ডি গ্র্যান্ডহোম ৫৮, ব্লান্ডেল ১২*, ওয়াগনার ১*; গ্যাব্রিয়েল ৩/৮৩, রোচ ১/৪৫, কামিন্স ২/৩৩, চেস ০/৭৮, রেইফার ১/৩৬, ব্রেথওয়েট ০/১১)। ** প্রথমদিন শেষে
×