ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা- রংপুর মুখোমুখি, বৃষ্টির শঙ্কা থাকছে

দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা- রংপুর মুখোমুখি, বৃষ্টির শঙ্কা থাকছে

প্রকাশিত: ০৬:২০, ১০ ডিসেম্বর ২০১৭

দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা- রংপুর মুখোমুখি, বৃষ্টির শঙ্কা থাকছে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরে শেষের বাঁশি বাজছে। আর মাত্র দুটি ম্যাচ। তিনটি দিন। মঙ্গলবার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এবারের আসর। এই শিরোপা নির্ধারণী ম্যাচে এরই মধ্যে খেলা নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। ফাইনালে ঢাকার প্রতিপক্ষ কোন দল তা নিশ্চিত হবে আজ। বৃষ্টির শঙ্কা নিয়েই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটিতে যে দল জিতবে তারাই ফাইনালে খেলবে। ঢাকার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে। লীগপর্বে দুই দলই দুর্দান্ত খেলেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। রংপুর চার নম্বরে ছিল। তবে সেরা চারের লড়াইয়ে দুই দলের অভিজ্ঞতা ভিন্ন। কুমিল্লা প্রথম কোয়ালিফায়ারে ঢাকার কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলছে। রংপুর এলিমিনেটর ম্যাচে খুলনাকে বিদায় করে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলছে। অবশ্য এ সাক্ষাতের আগে কুমিল্লাই হিসেবে এগিয়ে থাকছে। লীগপর্বে দুইবার রংপুরের বিপক্ষে খেলেছে কুমিল্লা। দুইবারই জিতেছে। রংপুরের বেহাল দশা হয়েছে। কিন্তু এলিমিনেটর কিংবা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হারা মানেই বিদায় হয়ে যাওয়া। এমন ম্যাচে চাপকে জয় করাটাই আসল। সেই চাপ যে রংপুর ভালভাবেই সামলে নেয় তাতো এলিমিনেটর ম্যাচেই বোঝা গেছে। কুমিল্লা যে লীগপর্বে এত ভাল খেলেছে। কিন্তু সেরা চারের লড়াইয়ে এসেই যেন চাপ নিয়ে নিয়েছে। তাতে প্রথম কোয়ালিফায়ারে হারও হয়েছে। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারেও যদি একই হাল হয় তাহলে ২০১৫ সালের চ্যাম্পিয়ন দল কুমিল্লার বিদায় ঘণ্টা বাজবে। প্রথমবারের মতো ফাইনালে খেলবে রংপুর। পারবে রংপুর প্রথমবারের মতো নিজেদের ফাইনালে তুলতে? খুবই সম্ভব। যদি গেইল ধামাকা আবারও মিলে যায়। ক্রিস গেইলের কাছ থেকে এবার মনের মতো ইনিংস দেখার মিলছিল না। দুটি হাফ সেঞ্চুরি করেছেন। ম্যাচও জিতিয়েছেন। কিন্তু গেইল যে ছক্কার রাজা, সেই একের পর এক ছক্কার দেখা মিলছিল না। অবশেষে গুরুত্বপূর্ণ সময়ে এসে শুক্রবার এলিমিনেটর ম্যাচে এসে সেই ব্যাটিং চমক দেখালেন। শুধু কি তাই। বিপিএলে রেকর্ড ১৪ ছক্কায় অপরাজিত ১২৬ রান করে রংপুরকে সহজ জয়ও এনে দিয়েছেন। বিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও খেলেছেন। রংপুরকে জেতানোর জন্য এক গেইলই যথেষ্ট! গেইল যেদিন ব্যাটিং ঝড় তোলেন, সেদিন কী প্রতিপক্ষ টিকে থাকতে পারে? খুলনা তা বুঝেছে। এবার কুমিল্লাও কী বুঝবে? গেইল ছাড়াও অবশ্য রংপুরকে জেতানোর মতো ব্যাটসম্যান রয়েছেন। বল হাতেও নৈপুণ্য দেখানোর মতো বোলার রয়েছেন। গেইল ছাড়াও ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, জনসন চার্লস, নাহিদুল ইসলাম, এমনকি মাশরাফি বিন মর্তুজা রয়েছেন। বল হাতে মাশরাফির সঙ্গে লাসিথ মালিঙ্গা, রুবেল হোসেন, সোহাগ গাজী আছেন। রংপুর এবারের আসরে শক্তিশালী দলই গড়েছে। কিন্তু সেভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না রংপুরের ক্রিকেটাররা। এলিমিনেটরে এসে সেই ঝলক মিলেছে। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে একই ধারা বজায় থাকলে কুমিল্লাকেও বিদায় করে দেবে রংপুর। কুমিল্লাকে হারিয়ে বিদায় করা সম্ভব। কিন্তু কাজটি সহজ নয়। কুমিল্লা যে ছন্দে আছে। প্রথম কোয়ালিফায়ারে হার হলেও দলটি জেতার অভ্যাসের মধ্যেই রয়েছে। দলটিতে তামিম ইকবাল রয়েছেন। আছেন ইমরুল কায়েস। মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, লিটন কুমার দাসের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। আছেন আল-আমিন হোসেন, হাসান আলী, মেহেদী হাসান, সাইফউদ্দিনের মতো বোলাররাও। কুমিল্লাকে বিদায় করাও এত সহজ নয়। এমনকি যদি ব্যাট ও বল হাতে ছন্দ দেখানো শুরু করতে পারেন কুমিল্লার ব্যাটসম্যান ও বোলাররা, তাহলে রংপুরই বিদায় হয়ে যেতে পারে। লীগপর্বে শীর্ষে থাকা তো আর চাট্টিখানি কথা নয়। কুমিল্লা শীর্ষে ছিল। দুর্দান্ত ফর্মেও আছে দলটি। জেতার ক্ষমতা, যোগ্যতা তাদের ভালই আছে। এখন সেই যোগ্যতা আসল সময়ে প্রমাণ করার পালা শুধু। আজ হারলেই বিদায়, এমন ম্যাচে কুমিল্লা জিতে দেখাতে পারলেই হয়। না হলে যে বিদায় ঘণ্টা বাজবে। দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার আশা হতাশায় পরিণত হবে। তখন রংপুর প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্ন বাস্তবায়ন করবে। তখন ঢাকার বিপক্ষে মঙ্গলবার ফাইনাল ম্যাচে খেলবে রংপুর। ফাইনালে ঢাকার সেই প্রতিপক্ষই নির্ধারণ হবে আজ।
×