ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন কোচ নিয়োগে বোর্ড সভায় সিদ্ধান্ত আজ

মাশরাফি, মুশফিক, সাকিবের সঙ্গে বিসিবির আলোচনা

প্রকাশিত: ০৬:১৮, ১০ ডিসেম্বর ২০১৭

মাশরাফি, মুশফিক, সাকিবের সঙ্গে বিসিবির আলোচনা

মোঃ মামুন রশীদ ॥ চন্দ্রিকা হাতুরাসিংহে অধ্যায় শেষ হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে। বুধবার ইংল্যান্ড বংশোদ্ভূত কোচ রিচার্ড পাইবাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সাক্ষাতকার দেয়ার পর সেটা নিশ্চিত হয়েছিল এবং আনুষ্ঠানিকতা পেয়েছিল শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাদের কোচ হিসেবে হাতুরাসিংহের নিয়োগ ঘোষণার পর। আজ বিসিবিতে হাতুরাসিংহের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেয়ার দৌড়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স সাক্ষাতকার দেবেন। দুপুরে তার সাক্ষাতকারপর্ব শেষে বিকেলে বোর্ডের সভায় চূড়ান্ত হতে পারে নতুন কোচের নাম। এমনটাই জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন কোচ দায়িত্ব নিতে না পারলে সাময়িক দায়িত্বে দেখা যেতে পারে অন্য কাউকে। সেক্ষেত্রে তিন ফরমেটের অধিনায়কই প্রস্তুত আছেন বলে জানিয়েছেন জালাল। শনিবার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টি২০ অধিনায়ক সাকিব আল হাসান ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম এবং ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও স্পিন বোলিং কোচ সুনীল যোশীর সঙ্গে আলোচনা করেছে বিসিবি। সেই আলোচনার পরই এমন কথা জানান জালাল। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছেন কোচ নিয়োগে তাড়াহুড়া নেই, শ্রীলঙ্কা সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেতে পারেন কোন একজন। এই মুহূর্তে বাংলাদেশে নেই পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ফিজিও মারিও ভিল্লাভারায়ন। তারা দু’জনই আসবেন ১৫ ডিসেম্বর এমনটাই জানিয়েছে বিসিবি। তবে বাংলাদেশেই আছেন স্পিন কোচ যোশী ও ফিল্ডিং কোচ হ্যালসল। হাতুরাসিংহে অতীত হয়ে যাওয়াতে এখন নতুন প্রধান কোচের সন্ধানে আছে বিসিবি। তার কোচিং স্টাফ এবং তার অধীনে তিন অধিনায়কের সেটআপটা গড়ে উঠেছিল বেশ ভালভাবেই। এবার নতুন প্রধান কোচের সঙ্গে রসায়নটা কতখানি জমবে এটাই সবচেয়ে বড় বিষয়। পাইবাস তার সাক্ষাতকারে মুগ্ধ ও সন্তুষ্ট করতে পেরেছেন বিসিবিকে। আজ সিমন্সও বিসিবির সঙ্গে বসবেন। আপাতত পছন্দের তালিকায় এ দু’জনই আছেন শীর্ষে। এর মধ্যে থেকেই একজন কোচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে নতুন কোচের সঙ্গে যাদের কাজ করতে হবে, সবসময় থাকতে হবে সেই কোচিং স্টাফ ও তিন অধিনায়কের মতামতটাও জরুরী। কারণ গুঞ্জন শোনা গেছে দক্ষিণ আফ্রিকা সফরে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মতানৈক্যের জেরেই পদত্যাগ করেছেন হাতুরাসিংহে। শনিবার হ্যালসল, যোশী, মাশরাফি, সাকিব ও মুশফিকের সঙ্গে সে কারণে আলোচনা করেছে বিসিবি। সভাপতি পাপন ও জালাল ছাড়াও এই মিটিংয়ে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। এ বিষয়ে পরে জালাল বলেন, ‘কাল (আজ) বিসিবির সভাতেই চূড়ান্ত হতে পারে নতুন কোচ। তবে সেটা সম্ভব না হলে অধিনায়করা প্রধান কোচ ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।’ কোচ নিয়োগের ক্ষেত্রে এবার বুঝেশুনেই এগোনর পরিকল্পনা বিসিবির। কারণ এর আগে পাইবাস মাত্র সাড়ে ৪ মাস চুক্তি ছাড়া কাজ করে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন। সে সময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক নেতিবাচক কথাও বলেছিলেন। সে কারণে তাড়াহুড়া করতে নারাজ পাপন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের যে কোচিং স্টাফ আছে এবং আমাদের যে তিন অধিনায়ক আছে ওদের আমরা ডেকেছিলাম বসার জন্য। সামনে আমদের একটা সিরিজ আছে এবং হাতুরাসিংহে আমাদের সঙ্গে নেই, আমাদের হেড কোচ নেই। আমরা একটা পদ্ধতিতে আছি হেড কোচ নিয়ে সেজন্য অন্তর্বর্তীকালীন সময়ে কি করা যাবে। এমনও তো হতে পারে আমরা এ সিরিজের আগে কোন কোচ নিয়োগ করিইনি। সেজন্য ওদের যেটা বলেছি ওরা নিজেরা মিলে এই সবকিছু এখন থেকেই যেন পরিকল্পনাটা করে ফেলে যে সামনের সিরিজটি আমরা কিভাবে খেলব। সবার আগে জানতে চেয়েছি যে ওরা আত্মবিশ্বাসী কি না। ওরা সকলে এক বাক্যে স্বীকার করেছে ওরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে সামনের সিরিজটা ওরা নিজেরাই করতে পারবে।’ সেক্ষেত্রে আজ বোর্ড সভার পরেই আসলে নিশ্চিত করে বলা যাবে কোচ ইস্যুতে কি ঘটতে চলেছে। নতুন কোচ আজই চূড়ান্ত না হলে ক্রিকেটারদের দায়িত্বে আসতে পারেন অন্য যে কেউ। সেটা বর্তমান কোচিং স্টাফের কেউ কিংবা অন্য কেউ হতে পারেন। এর আগে শেন জার্গেনশনও এভাবেই প্রধান কোচ হয়েছিলেন। বোলিং কোচ থেকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়ে পরবর্তীতে সাফল্যের সঙ্গেই প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। এবার কোচ নিয়োগের বিষয়েও কি এমন কিছু হতে চলেছে? পাপন বলেন, ‘কালকে আমাদের বোর্ড মিটিং আছে। সেখানে আমরা সিদ্ধান্ত নেব অন্তর্বর্তীকালীন অবস্থায় কাউকে আমরা এখান থেকে হেড কোচ করব কিনা। আপাতত যে দলটা আছে, রিচার্ড হ্যালসল, পরিচালক খালেদ মাহমুদ সুজন আছে। তাদের নিয়েছি এবং এখানে যোশী ছিল। ফাস্ট বোলিং কোচ যে ছিল কোর্টনি ওয়ালশ উনি আসবেন। আসলে এ মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম যে এ সিরিজের আগে হেড কোচ নিয়োগের কোন তাড়া আছে কিনা। ওদের সঙ্গে কথা বলে বুঝলাম কোন তাড়া নেই।’
×