ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে গ্রেফতার হওয়া জঙ্গীদের ফেরত আনার উদ্যোগ

প্রকাশিত: ০৬:০৮, ১০ ডিসেম্বর ২০১৭

ভারতে গ্রেফতার হওয়া জঙ্গীদের ফেরত আনার উদ্যোগ

শংকর কুমার দে ॥ বিগত দেড় বছরে দেশের ভেতরে একের পর এক সফল জঙ্গী বিরোধী অভিযানে কোণঠাসা হয়ে পড়া জঙ্গী সংগঠনের এক ডজনের বেশি জঙ্গী আত্মগোপন করে অবস্থান করছে ভারতে। এসব জঙ্গীদের খুঁজে বের করে ফিরিয়ে দেয়ার জন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানানো হবে। এ ছাড়া ভারতে গ্রেফতার হওয়া জঙ্গীদের ফেরত আনার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানান, দেশের ভেতরে জঙ্গী দমনে সবটুকু সামর্থ্য দিয়ে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এর সফলতা অর্জনও দৃশ্যমান। গত বছরের ১ জুলাইতে গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার পর একের পর এক অভিযান চালানো অব্যাহত আছে। গত দেড় বছরের জঙ্গী বিরোধী অভিযানে জঙ্গী সংগঠনগুলোর জঙ্গী বিরোধী অভিযানে মাস্টারমাইন্ড পরিচিত জঙ্গীসহ দুর্ধর্ষ ও সুইসাইড স্কোয়াডের জঙ্গীরা নিহত নয়তো গ্রেফতার হয়েছে। যারা পলাতক ছিল তারা সীমান্ত পথে ভারতে গিয়ে আত্মগোপন করে আছে, এমন জঙ্গীর তালিকায় এক ডজনের বেশি জঙ্গী রয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশর পক্ষ থেকে ভারতের কাছে সর্বশেষ যে জঙ্গীর তালিকা দেয়া হয়েছে তাতে বর্তমানে ১৩ জঙ্গী আত্মগোপন করে আছে ভারতে। বাংলাদেশের কয়েকজন জঙ্গী ভারতে ধরা পড়েছে। এর মধ্যে সর্বশেষ ধরা পড়েছে বাংলাদেশী তরুণজঙ্গী আবদুল্লাহ আল মামুন। তবে বাংলাদেশ থেকে ভারতের কাছে যে জঙ্গীর তালিকা দেয়া হয়েছে তাতে তার নাম নেই। বাংলাদেশী এই তরুণজঙ্গী আবদুল্লাহর গ্রামের বাড়িতে খোঁজ নিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের ভেতরে পালিয়ে থাকা জঙ্গীদের বিভিন্ন উপায়ে গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে জানা গেছে, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত জঙ্গীবিরোধী অভিযানের কারণে যেসব নব্য জেএমবির জঙ্গী ভারতে পালিয়ে গেছে। এদের মধ্যে নব্য জেএমবির প্রথম সারির নেতা খালেদ, রিপন, জুনায়েদের ব্যাপারে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। এই তিন জঙ্গীর বিস্তারিত তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে।
×