ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ প্যালিয়েটিভ বিভাগ পেল নতুন এ্যাম্বুলেন্স

প্রকাশিত: ০৬:০৭, ১০ ডিসেম্বর ২০১৭

বিএসএমএমইউ প্যালিয়েটিভ বিভাগ পেল নতুন এ্যাম্বুলেন্স

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যালিয়েটিভ বিভাগ একটি নতুন এ্যাম্বুলেন্স পেয়েছে। এ্যাম্বুলেন্সটি সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার পরিচালিত ঢাকা ও নারায়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ারের হোম কেয়ার সার্ভিসের জন্য ব্যবহৃত হবে। এ্যাম্বুলেন্সটি দান করেছেন সূফী মিজান ফাউন্ডেশনের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদারের কাছে এ্যাম্বুলেন্সটির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সভাপতি সৈয়দ সাদেক মোঃ আলী। এ সময় পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্যালিয়েটিভ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ নিজামউদ্দিন আহমদ, রোটারি ক্লাব অব মেট্রোপলিটান ঢাকার খালিদ হাসান, এ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম মানিক, উপ-পরিচালক ডাঃ মোঃ খোরশেদ আলম প্রমুখ। বিএসসি ইন নার্সিং কোর্সের ভাইভা অনুষ্ঠিত ॥ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের অধীনে পরিচালিত ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সের ১ম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন হল, লেকচার থিয়েটার, কেন্দ্রীয় লাইব্রেরি, এ ব্লক ও নার্সিং অনুষদের ক্লাসরুমসহ ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি
×