ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘স্বপ্নযাত্রা’

প্রকাশিত: ০৫:৫৯, ১০ ডিসেম্বর ২০১৭

মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘স্বপ্নযাত্রা’

স্টাফ রিপোর্টার ॥ হরিজন সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে পূর্ণদৈর্ঘ্য প্রযোজনা ‘হরিজন’ চলচ্চিত্রের পর মির্জা সাখাওয়াৎ হোসেন এবার ‘স্বপ্নযাত্রা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। ইতোমধ্যেই চলচ্চিত্রটির নির্মাণ কাজ অনেকটা এগিয়েছে। এই চলচ্চিত্রের স্টোরিবোর্ড তৈরি করেছেন দেশের প্রবীণ চারুশিল্পী মতিওর রহমান। চলচ্চিত্রের উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকছে ভিএফএক্স প্রযুক্তির ব্যবহার। জীবনঘনিষ্ঠ সংবেদনশীল একটি মানবিক গল্পের এই চলচ্চিত্রটি মানুষের বিবেককে স্পর্শ করে যাবে এমনটাই প্রত্যাশা পরিচালকের। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথম জুটি হয়ে পারফর্মেন্স করছেন সনি রহমান ও তানিন সুবহা। ইতোপূর্বে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তানিন সুবহা বেশ ক’টি চলচ্চিত্রে পারফর্মেন্স করলেও সনি রহমানের হিরো হিসেবে এটাই প্রথম। চলচ্চিত্রেসহ অভিনেতা হিসেবে অভিনয় করছেন আফফান মিতুল। আরও আছেন প্রবীণ অভিনয় শিল্পী এসএম মহসিন, সুব্রত, সিরাজ হায়দার, হাবীব খান, জ্যাকি আলমগীর, আমিনুল আমিন, শিল্পী মাহমুদা, তাবিব শাহেদ, শাকিব আলমগীর, ইসমাইল হোসেনসহ প্রায় পঞ্চাশজন তরুণ। নির্মাতার সঙ্গে নেপথ্যে কাজ করছেন সিনেমাটোগ্রাফার মনিরুজ্জামান মনির, প্রধান-সহকারী পরিচালক রাশেদ রেহমান, মেকাপ আর্টিস্ট কাজী সেলিমসহ আরও অনেকে। নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেনের চলচ্চিত্রে জীবন এবং সমাজ ভাবনার প্রতিচ্ছবি ফুটে ওঠে। এ প্রসঙ্গে তিনি বলেনÑচলচ্চিত্র মানে যে শুধু বিনোদন তা নয়, চলচ্চিত্র মানুষের চেতনা জাগায়। মানুষের বিবেককে নাড়া দেয়। চলচ্চিত্র একটি দায়িত্বশীল মাধ্যম। একটি চলচ্চিত্র একটি উৎকৃষ্ট শিল্পকর্ম। মির্জা সাখাওয়াৎ হোসেন শিল্প-সাহিত্যের অনেক শাখায় দক্ষতার সঙ্গে বিচরণকারী একজন সৃষ্টিশীল মানুষ। তিনি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ও প্রামাণ্যচিত্র। লিখেছেন নানা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ। তিনি ‘সন্ত শাওন’ নামে কবি হিসেবে পরিচিত। মির্জা সাখাওয়াৎ হোসেন বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত উল্লেখযোগ্য নাট্যকার। নির্মাণাধীন ‘স্বপ্নযাত্রা’ চলচ্চিত্র তাঁর আর একটি ভাবনার স্বপ্নসিঁড়ি।
×