ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩৭ বছরেও বাণিজ্য বাড়েনি ফিলিপিন্সের সঙ্গে

প্রকাশিত: ০৫:৫৩, ১০ ডিসেম্বর ২০১৭

৩৭ বছরেও বাণিজ্য বাড়েনি ফিলিপিন্সের সঙ্গে

ফিলিপিন্সের সঙ্গে গত ৩৭ বছরে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত অন্তত ৮টি চুক্তি ও সমঝোতা হলেও, শক্ত করা যায়নি অর্থনৈতিক সম্পর্ক। অথচ দেশটির ক্রয়ক্ষমতার বিবেচনায়, বড় সম্ভাবনা রয়েছে বাংলাদেশী পণ্যের। সে দেশে থাকা বাংলাদেশ রাষ্ট্রদূতের মতে, ফিলিপিন্সের বাজার দখল করে আছে চীন, ফলে প্রত্যাশা অনুযায়ী এগুতে পারছে না বাংলাদেশ। তবে চেষ্টা করা হচ্ছে, ওষুধ, পোশাকসহ বেশ কয়েকটি পণ্যের রফতানি বাড়ানোর। -অর্থনৈতিক রিপোর্টার ভারতের রিজার্ভ ব্যাংক সুদহার একই রাখল যা প্রত্যাশা ছিল, বাস্তবে ঘটল সেটাই। ঋণনীতি পর্যালোচনার শেষে মূল্যবৃদ্ধিকে মাত্রাছাড়া হতে না দেয়ার ওপরই সবচেয়ে বেশি জোর দিল ভারতের রিজার্ভ ব্যাংক। আর তা করতে গিয়েই এ দফায় ফের একই জায়গা ধরে রাখল সুদের হার। তবে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে দোকানে কার্ডে কেনাকাটার রাস্তা আরও সুবিধাজনক করেছে তারা। রেপো রেট (যে হারে রিজার্ভ ব্যাংক থেকে ধার নেয় বাণিজ্যিক ব্যাংক) ৬ শতাংশেই ধরে রেখেছে শীর্ষ ব্যাংক। গবর্নর উর্জিত পটেলের নেতৃত্বাধীন ছয় সদস্যের ঋণনীতি কমিটি এ নিয়ে টানা দু’বারের পর্যালোচনায় সুদ একই রাখার সিদ্ধান্ত নিল। রিভার্স রেপো রেট (আরবিআই যে হারে ধার নেয় বাণিজ্যিক ব্যাংকের থেকে) বেঁধে রাখা হয়েছে ৫.৭৫ শতাংশে। ফলে এখনই গাড়ি-বাড়ি বা শিল্প ঋণে সুদ কমার সুযোগ থাকছে না। এর জেরে হতাশ শিল্পমহল। কারণ তাদের দাবি, বৃদ্ধির চাকায় গতি আনতে সুদ কমানো জরুরী। -অর্থনৈতিক রিপোর্টার
×