ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাস্টমস ও ট্যাক্স আইন সংস্কার করা হচ্ছে ॥ এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৫২, ১০ ডিসেম্বর ২০১৭

কাস্টমস ও ট্যাক্স আইন সংস্কার করা হচ্ছে ॥ এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারের রাজস্ব কোষাগারকে আরও সমৃদ্ধ করতে কাস্টমস ও ট্যাঙ্খাত সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। চলমান আইনকে অধিকতর যুগোপযোগী করা হবে। বর্তমান আইন নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন সুপারিশ রয়েছে। সবকিছু যাচাই বাছাই করে জাতীয় রাজস্ব বোর্ড এ আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে। শনিবার দুপুরে সিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি (সিআইইউ) তে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান একথা বলেন। তিনি বলেন, এনবিআর সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। এ লক্ষ্যে বিভিন্ন একাডেমি, মিডিয়া ও বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে ইতোমধ্যে যৌথভাবে কাজ শুরু করা হয়েছে। সিআইইউ-এনবিআর যৌথভাবে ট্যাক্স শিক্ষা বিষয়ক এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, স্বাগত বক্তব্য রাখেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য আহমেদুল হক, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক। সভার শুরুতে রাজস্ব সংলাপে অংশ নেন এমএম ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ও পেডরোলো গ্রুপের চেয়ারম্যান নাদের খান। বক্তারা ট্যাক্স কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া খুব জরুরি বলে উল্লেখ করেন। যখনই কোন সমস্যার উদ্ভব হয় তখন বহু কর্মকর্তা এর দ্রুত সমাধান দিতে পারেন না। বক্তারা অভিমত ব্যক্ত করেন, ট্যাক্স বিষয়ে পড়াশোনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল পর্যায়ে রাখা উচিত। কারণ শুরু থেকে সচেতনতা প্রয়োজন। বক্তারা বলেন, যে কোন দেশের উন্নয়নের জন্য ঢাকার প্রয়োজন। ব্যবসায়ী মহল এ টাকা দিতে রাজি। কিন্তু টাকা দিতে গিয়ে নানামুখী হয়রানির সৃষ্টি হয়।
×