ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শর্ত ভঙ্গ করায় সুলতানা জুট মিল ফিরিয়ে নিল সরকার

প্রকাশিত: ০৫:৫২, ১০ ডিসেম্বর ২০১৭

শর্ত ভঙ্গ করায় সুলতানা জুট মিল ফিরিয়ে নিল সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ হস্তান্তরের শর্ত ভঙ্গ করায় বেসরকারী মালিকানাধীন সুলতানা জুট মিলস পুনঃগ্রহণ (টেকব্যাক) করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রজ্ঞাপনে সম্পাদিত মিল হস্তান্তর ত্রি-পক্ষীয় চুক্তি বাতিল করা হয়। ফলে এখন আর মিলটি বেসরকারি ব্যবস্থাপনায় থাকছে না। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৮২ সালের ৩০ নবেম্বর শিল্পনীতির শর্তসমূহ প্রতিপালন করে সরকার সুলতানা জুট মিলটি বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেয়। মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে মিলের নিকট সরকারের পাওনা পরিশোধের জন্য ১২.০৭.১৯৯৫, ০৭.১২.১৯৯৬, ০৮.১২.১৯৯৭, ০৫.০১.২০০২ এবং সর্বশেষ ১৪.১২.২০১৬ তারিখে তাগিদপত্র প্রদান করা সত্ত্বেও সরকারী পাওনা পরিশোধ করেনি। মিলের যাবতীয় মেশিনারিজগুলো তুলে একপাশে স্তূপ করে ফেলে রাখায় সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি ভঙ্গ করেছে। এছাড়াও দীর্ঘদিন মিল বন্ধ রেখেছে, হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে তাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করে রেখেছে, ফলে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং হস্তান্তর চুক্তি লংঘিত হয়েছে। তাই জনস্বার্থে কনটাক্ট এ্যাক্ট ১৮৭২ এর ৩৯নং ধারা অনুযায়ী ৩০ নবেম্বর, ১৯৮২ সালে সম্পাদিত মিল হস্তান্তর ত্রি-পক্ষীয় চুক্তি বৃহস্পতিবার বাতিল করা হয়। চট্টগ্রামের সীতাকুন্ডু বাঁশবাড়িয়ায় সুলতানা জুট মিলের যাবতীয় শেয়ার, স্থাবর-অস্থাবর সম্পত্তি ও স্বত্বও ফিরে নিয়েছে সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মিলটি ব্যবস্থাপনার দায়িত্ব এ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিজেএমসির নিয়ন্ত্রণে ন্যস্ত থাকবে।
×