ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়েস্টার্ন মেরিনের শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৫:৫১, ১০ ডিসেম্বর ২০১৭

ওয়েস্টার্ন মেরিনের শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের প্লেসমেন্ট হোল্ডার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, প্লেসমেন্ট হোল্ডার ওয়েস্টার্ন মেরিন সার্ভিস লিমিটেডের (এমডি) আবু মোঃ ফজলে রশিদের হাতে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের মোট ৩৫ লাখ ১৩ হাজার ৪৩১টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে মোট ১৪ লাখ ৬২ হাজার ১৫০টি শেয়ার বিক্রয় করবেন তিনি। তিনি বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার প্যারামাউন্ট টেক্সটাইলের লভ্যাংশ অনুমোদন পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এজিএম কোম্পানি ঘোষিত ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মাধ্যমে অনুমোদিত হয়। কোম্পানির চেয়ারম্যান আনিতা হক এজিএম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন ও অন্যান্য পরিচালক, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার
×