ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ক্যারিয়ার গড়তে চাই একাগ্রতা

প্রকাশিত: ০৫:৫০, ১০ ডিসেম্বর ২০১৭

শেয়ারবাজারে ক্যারিয়ার গড়তে চাই একাগ্রতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বা ক্যাপিটাল মার্কেটে ক্যারিয়ার গড়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কাজের প্রতি একাগ্রতা থাকা। কঠোর পরিশ্রম আর কাজের প্রতি নিষ্ঠা অনেক উচ্চতায় নিতে পারে। ডিগ্রী এখানে কোন সমস্যা নয়; থাকতে হবে উন্নত মানসিকতা। তাহলেই নতুন প্রজন্ম খুঁজে পাবে এক নতুন বাংলাদেশকে। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন উদ্দীপনামূলক বক্তব্য রাখেন আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফ খান। শেয়ারবাজার মেলার তৃতীয় দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরিফ খান বলেন, সফলতার জন্য অবশ্যই সফলদের অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই। এই খাতে ক্যারিয়ার গড়ার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সফল ব্যক্তিদের অনুসরণ করা দরকার। সুউচ্চ স্বপ্ন দেখার কোন প্রয়োজন থাকে না যদি তা বাস্তবায়নের প্রচেষ্টা না থাকে। বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান বলেন, নতুন প্রজন্ম যে ক্যাপিটাল মার্কেটের দিকে ঝুঁকছে এটি সত্যিই এ বাজারের সব চেয়ে ইতিবাচক দিক। সেমিনারের সেশন চেয়ার ছিলেন ইউনাইটেড ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ মুসা। তিনি বলেন, বাংলাদেশের বন্ড মার্কেটের অবস্থাটা ইক্যুইটি মার্কেটের তুলনায় অনেক পিছিয়ে। বাজারের গতিশীলতা ও স্থিতিশীলতা আনতে বন্ড মার্কেটকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করার সময় এসেছে। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিন ডেল্টা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফি এস এম খান। নতুনদের জন্য ক্যাপিটাল মার্কেটে ক্যারিয়ার গড়ার জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, এখানে কোন খাতে কী ধরনের কাজের সুবিধা রয়েছে- সেসব বিষয় বিস্তারিত তুলে ধরেন তিনি। সেমিনারে প্যানেল আলোচক ছিলেন আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুদ্দিন, লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্টের এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এম এ ফয়সাল মাহমুদ, এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদ হাসান এবং পার্টনার অব এজ রিসার্চ এ্যান্ড কনসালটিংয়ের নির্বাহী অর্থ কর্মকর্তা আলী ইমাম।
×