ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২১ শতাংশ

প্রকাশিত: ০৫:৫০, ১০ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারের বিনিয়োগাকারীদের মুনাফা তোলার চাপে প্রধান সূচক কমেছে। একইসঙ্গে টাকার পরিমাণে লেনদেন ও হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ২১ শতাংশ কমেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩ হাজার ১১ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৯২৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮২০ কোটি ৯৬ লাখ ২৩ হাজার ৪৮১ টাকা বা ২১.৪২ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩ হাজার ৮৩২ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৪০৭ টাকা। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের কয়েকদিনের মতো গত সপ্তাহেও ডিএসইতে বিনিয়োগকারীদের মুনাফা তোলার নীতির কারণে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক সপ্তাহে ৫৮.৬৩ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২৪৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৬.০৬ পয়েন্ট বা ০.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২৬৪ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৭.৯২ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ১৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সপ্তাহজুড়ে লেনদেনে অংশগ্রহণ করেছে ৩৩৭টি প্রতিষ্ঠান। এদের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: বিডি থাই, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, গোল্ডেন হার্ভেষ্ট, লঙ্কাবাংলা ফাইনান্স, শাহজালাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো: সিএপিএম মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, উসমানিয়া গ্লাস, এএমসিএল প্রাণ, জেমিনি সী ফুড, ওয়াতা কেমিক্যাল, ফার্মা এইড ও শমরিতা হসপিটাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো: আইসিবি ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সেন্ট্রাল ফার্মা, স্ট্যান্ডার্ড ব্যাংক, পূবালী ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, ফু-ওয়াং ফুড, পিপলস লিজিং ও এবি ব্যাংক। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭২ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৯৩৩৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২০৭ পয়েন্ট বা ০.৯০ শতাংশ, সিএসই-৫০ সূচক ২২ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ এবং সিএসই-৩০ সূচক ৯০ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৯৬, ১৪৫৬ ও ১৭৪২৭ পয়েন্টে। তবে অপর সূচক সিএসআই ২ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়ে ১২৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সপ্তাহ জুড়ে সিএসইতে হাত বদল হওয়ার ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আর সিএসইতে বিদায়ী সপ্তাহে ১৩৭ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ২৮৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫১ কোটি ৬ লাখ ৮ হাজার ৩৮৩ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ১৮৮ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৩৭২ টাকার।
×