ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অদৃশ্য হতে পারে সামুদ্রিক প্রাণী

প্রকাশিত: ০৫:১১, ১০ ডিসেম্বর ২০১৭

অদৃশ্য হতে পারে সামুদ্রিক প্রাণী

সামুদ্রিক গ্লাস (কাঁচ) স্কুইড ও গ্লাস অক্টোপাস তাদের শরীরের মেলানিনের মতো রঞ্জক কোষের ব্যবহারে প্রায় অদৃশ্য হয়ে শিকারীকে ফাঁকি দেয়। জ্যাপেটেলা ব্যাংকি স্কুইড ও অনকোটাইটিস অক্টোপাস স্বচ্ছ থেকে লালচে বাদামি রঙে গিয়েও অদৃশ্য হয়ে যেতে পারে। এ দুটি ভিন্ন প্রজাতি একীভূত হয়েও শিকারীকে ফাঁকি দেয়, যাকে বলে হাইপারিড প্রক্রিয়া। সম্পূর্ণ স্বচ্ছ পিপা আকৃতির প্রাণী সামুদ্রিক সাল্পও হাইপারিড প্রক্রিয়ায় নিজেদের ক্লোনও একীভূত করে। প্রায় পুরোপুরি স্বচ্ছ গভীর সমুদ্রের কীট টমোপার্টারিস বা সমজাতীয় প্লাঙ্কটনীয় পোলিশাইটেরাও নিজেদেরকে শিকারীর কাছে দৃশ্যমান করাকে খুব কঠিন করে তোলে। আর সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলের বাসিন্দার রয়েছে জোনাকি বা সামুদ্রিক মাছের মতো আলোর জৈব রাসায়নিক নির্গমন প্রক্রিয়ায় নিজেদের হালকা চকচকে হিসেবে প্রদর্শনের ক্ষমতা। এসব প্রাণীর অদৃশ্য হয়ে থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্বচ্ছতা। টিকে থাকতে স্বচ্ছতার ক্ষমতা অর্জনে কোন কোন প্রাণীকে এমনকি একাধিকবার বিবর্তিতও হতে হয়েছে। গ্লাস অক্টোপাস (ভিট্রেলেডেনেলা রিস্টার্ডি) তার জেলির মতো নরম আঁঠালো শরীরকে প্রয়োজনে ৪৫ সেন্টিমিটার (১৮ ইঞ্চি) পর্যন্ত প্রসারিত করে। বিপদে পড়লে বা আশঙ্কায় এটি পরিপাকতন্ত্র এবং চোখ ও এর অপটিক স্নায়ু ছাড়া সম্পূর্ণ শরীরটি শত্রুর কাছে প্রায় অদৃশ্য করে ফেলে। এক্ষেত্রে এটি শিকারীর চোখে খুব প্রবলভাবে পড়ার সম্ভাবনায় থাকা তার পেরিফেরিয়াল দৃষ্টিকে হ্রাস করে। কিন্তু শরীরকে এমনভাবে সাজায় যেন, ছায়াটিকে ছোট করা যায়। ফলে নিজেরা শিকারীকে শনাক্ত করতে পারলেও শিকারী তাদের দেখতে পায় না। -ইয়াহু নিউজ
×