ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অপহরণ সম্পর্কে ফরহাদ মজহার যা বললেন-

প্রকাশিত: ০৫:০৯, ১০ ডিসেম্বর ২০১৭

অপহরণ সম্পর্কে ফরহাদ মজহার যা বললেন-

স্টাফ রিপোর্টার ॥ গুম করার উদ্দেশ্যে তাকে অপহরণকারীরা ধরে নিয়ে গিয়েছিল। তাকে উদ্ধারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী প্রশংসনীয় ভূমিকা রেখেছে। তবে উদ্ধারের পর চাপ দিয়ে ও মারধর করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। শনিবার রাতে প্রাবন্ধিক ফরহাদ মজহার ঢাকার আদাবরের নিজ বাসায় এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন। তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গুমের হাত থেকে রক্ষা করেছে। যা খুবই প্রশংসনীয়। পরে ঘটনা আড়াল করার চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্যকে ম্লান করে দিয়েছে। প্রসঙ্গত, ফরহাদ মজহারকে অপহরণের মিথ্যা অভিযোগ করার প্রেক্ষিতে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ আদালতের অনুমতি নেয়। এমন অনুমতি নেয়ার একদিন পর এমনটাই দাবি করলেন ফরহাদ মজহার। গত ৩ জুলাই সকালে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বেরিয়ে ফরহাদ মজহার নিখোঁজ হয়েছিলেন বলে তার পরিবারের দাবি। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলে ১৮ ঘণ্টা পর গভীর রাতে নাটকীয়ভাবে যশোরে বাস থেকে তাকে উদ্ধার করে পুলিশ ও র‌্যাব। এ ঘটনায় ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের দায়ের করা মামলাটির তদন্ত করে পুলিশ। বৃহস্পতিবার তদন্ত শেষে পুলিশ ফরহাদ মজহারকে অপহরণের প্রমাণ না পাওয়ার কথা আদালতকে জানায়। পাশাপাশি আদালতের কাছে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা দায়েরের অনুমতি চায় পুলিশ। ওই দিনই আদালত মামলা দায়েরের অনুমতি দেয়।
×