ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুগলের ডুডলে বেগম রোকেয়া

প্রকাশিত: ০৫:০৮, ১০ ডিসেম্বর ২০১৭

গুগলের ডুডলে  বেগম রোকেয়া

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে শনিবার উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৭তম জন্মবার্ষিকী ও ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ডুডল প্রদর্শন করা হয়েছে। খবর বাসসর। দিবসটি যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়েছে। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে দশটায় একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং বেগম রোকেয়া স্মৃতি পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন, মিসেস আর এস হোসেন নামও লিখতেন এবং পরিচিত ছিলেন তিনি।
×