ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালিতে অভ্যুত্থানকারী নেতা সানোগোর বিচার শুরুর আহ্বান

প্রকাশিত: ০৪:২০, ১০ ডিসেম্বর ২০১৭

মালিতে অভ্যুত্থানকারী নেতা সানোগোর বিচার শুরুর আহ্বান

মালির একটি মানবাধিকার সংস্থা শুক্রবার অবিলম্বে দেশটির সামরিক অভ্যুত্থানকারী সাবেক নেতা আমাদৌ সানোগোর বিচার শুরুর আহ্বান জানিয়েছে। তার বিরুদ্ধে ২০১২ সালে ২১ সৈন্যকে হত্যার অভিযোগ রয়েছে। খবর এএফপি’র। সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন সানোগো মালিতে ২০১২ সালে একটি সামরিক অভ্যুত্থান করেছেন। ওই ২১ সৈন্যকে হত্যার অভিযোগে ২০১৬ সালের নবেম্বর মাসে সানোগোর বিচার শুরু হয়। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা সৈন্যদের লাশের ফরেনসিক পরীক্ষার ফল প্রত্যাখ্যান করার পর বিচারটি বন্ধ হয়ে যায়।
×