ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন নাগরিকদের পাকিস্তানে না যাওয়ার পরামর্শ

প্রকাশিত: ০৪:১৮, ১০ ডিসেম্বর ২০১৭

মার্কিন নাগরিকদের পাকিস্তানে না যাওয়ার পরামর্শ

যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জরুরী প্রয়োজন ছাড়া পাকিস্তান ভ্রমণ স্থগিত করার পরামর্শ দিয়েছে। এর কারণ হিসেবে মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানজুড়ে দেশী-বিদেশী সন্ত্রাসী চক্র মার্কিনীদের বিরুদ্ধে অব্যাহত হুমকির কারণ হয়ে উঠতে পারে। খবর পিটিআই। সম্প্রতি পাকিস্তানে জাতিগত হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হলো। এর প্রায় সাত মাস আগে দেশটিতে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা অবলম্বন করার জন্য একই ধরনের পরামর্শ দেয়া হয়। নতুন এই ভ্রমণ সতর্কতা গত ২২ মে জারি করা ভ্রমণ সতর্কতার সম্পূরক হলো। পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতার চিত্র বর্ণনা করতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে বলা হয়, জাতিগত হামলা ছাড়াও সরকারী কর্মচারী, ত্রাণকর্মী, বেসরকারী সংস্থার কর্মচারী, উপজাতীয় জ্যেষ্ঠ নেতাসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও সন্ত্রাসী হামলা থেকে রেহাই পাচ্ছে না। তাই মার্কিন নাগরিকদের নিরাপত্তা পাকিস্তানজুড়েই হুমকির সম্মুখীন। যেমন অতীতে সন্ত্রাসীরা মার্কিন কূটনীতিকদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের ব্যবস্থা করেছিল। মার্কিন পররাষ্ট্র দফতর আরও জানায়, পাকিস্তানব্যাপী জাতিগত সহিংসতা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে এবং পাকিস্তান সরকারও ধর্ম অবমাননা আইন কার্যকরের চেষ্টা করছে। যার দরুন সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্ম অবমাননার অভিযোগে পরিকল্পিত হত্যার শিকার হচ্ছে। ছয় মাসে বেলুচিস্তান প্রদেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এই এলাকার বিদ্রোহী ও সন্ত্রাসী দলগুলো এই সময়ের মধ্যে অগণিত আত্মঘাতী বোমা হামলা, হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ এবং নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকদের ওপর অতর্কিত আক্রমণ চালিয়েছে।
×