ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকাসহ সারাদেশে টেলিফোন সংযোগ ফের চালু

প্রকাশিত: ০৮:০৯, ৯ ডিসেম্বর ২০১৭

ঢাকাসহ সারাদেশে টেলিফোন সংযোগ ফের চালু

স্টাফ রিপোর্টার ॥ ফাইবার অপটিক কেবল মেরামত সম্পন্ন হওয়ায় ঢাকাসহ সারাদেশের টেলিফোন সংযোগ ফের চালু হয়েছে। বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মীর মোহাম্মদ মোরশেদ রাতে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ফাইবার অপটিক কেবল মেরামত সম্পন্ন হয়। এরপর ট্রান্সমিশন সংযোগ চালু করা হয়। এরপর থেকে টেলিফোন সংযোগ স্বাভাবিক হতে শুরু করে। বিটিসিএলের আন্তঃসংযোগ পুরোপুরি চালু হয়েছে। তিনি জানান, সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সব রকম যোগাযোগ বন্ধ ছিল। বিকেল সাড়ে চারটার পর ল্যান্ড ফোন থেকে ল্যান্ড ফোনে কল করা যাচ্ছিল। এরপর রাত সোয়া দশটার পর থেকে মোবাইল ফোন থেকে বিটিসিএলের ল্যান্ড ফোনে এবং ল্যান্ড ফোন থেকে মোবাইল ফোনে কল করা যাচ্ছে। জরুরী যত সেবা ছিল এবং কল সেন্টার ছিল, তা চালু হয়েছে। এর আগে রাজধানীর মগবাজারের দিলু রোডে ড্রেন নির্মাণের সময় স্কেভেটর মেশিনের আঘাতে ফাইবার অপটিক কেবল কাটা পড়ায় ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে শুক্রবার সকাল থেকেই ঢাকাসহ সারাদেশের সঙ্গে রাজধানীর টিএ্যান্ডটি লাইন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ সময় দেশের প্রায় নয় লাখ ল্যান্ডফোনের বেশিরভাগেরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ঢাকার মধ্যে কিছু কিছু এলাকায় বিটিসিএলের আন্তঃসংযোগ চালু ছিল।
×