ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী শিশু পুত্রকে জবাই করে পিতার আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৭:৫৯, ৯ ডিসেম্বর ২০১৭

প্রতিবন্ধী শিশু পুত্রকে জবাই করে পিতার আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফুলবাড়িয়া উপজেলার বাকতা তালতলা এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারিবারিক দ্বন্দ্বে প্রতিবন্ধী শিশু পুত্র রিয়াদকে (৫) জবাই করে হত্যার পর পিতা হাবিবুর রহমান গলায় ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত পিতা হাবিবুর রহমানকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশু রিয়াদের লাশ উদ্ধার করে ফুলবাড়িয়া থানায় নিয়ে এসেছে পুলিশ। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, ফুলবাড়িয়ার বরুকা গ্রামের এনজিও কর্মী হাবিবুর রহমান জামালপুরে কর্মরত অবস্থায় স্ত্রীর অনুমতি ছাড়াই জামালপুরে আরেকটি বিয়ে করেন। এই বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। গত ৩ মাস আগে প্রথম স্ত্রী হাবিবুর রহমানকে তালাক দিয়ে প্রতিবন্ধী পুত্র রিয়াদকে রেখে ইছাইল গ্রামের বাপের বাড়িতে চলে আসেন। পরে প্রতিবন্ধী পুত্রকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে হাবিবুর রহমানের ঝগড়া-বিবাদ শুরু হয়। এরই জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে ছেলেকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পরে বাকতা তালতলা এলাকার নির্জন স্থানে নিয়ে রিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে রাস্তার ওপর ফেলে রাখে। পুত্র রিয়াদের মৃত্যু নিশ্চিত হলে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
×