ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে বিনা চিকিৎসায় মারা গেলেন মালয়েশিয়া থেকে আসা যাত্রী

প্রকাশিত: ০৭:৫৬, ৯ ডিসেম্বর ২০১৭

শাহজালালে বিনা চিকিৎসায় মারা গেলেন মালয়েশিয়া থেকে আসা যাত্রী

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসক ও এ্যাম্বুলেন্স না পাওয়ায় বিনা চিকিৎসাতেই মারা গেলেন মালয়েশিয়া থেকে আসা যাত্রী মোঃ সানাউল্লাহ। মালয়েশিয়া থেকে রিজেন্ট এয়ারওয়েজে চড়ে ঢাকায় এসেছিলেন তিনি। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে এসে অসুস্থ হয়ে পড়েন। এরপর ব্যাগেজ বেল্টে এসে তার শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু চিকিৎসার জন্য বিমানবন্দরের মেডিক্যাল সেন্টারে ছিলেন না কোন চিকিৎসক। হাসপাতালে নেয়ার জন্য পাওয়া যায়নি কোন এ্যাম্বুলেন্স। বিমানবন্দর থেকে গাড়িতে ওঠানোর পরই সানাউল্লাহ মৃত্যুবরণ করেন বলে জানান তার ভাগ্নে দীন মোহাম্মদ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার মালয়েশিয়া থেকে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল ৮টা ৮ মিনিটে। এর ৭ মিনিট পর যাত্রীদের উড়োজাহাজ থেকে নামার জন্য উড়োজাহাজের ডোর ওপেন হয়। ওই ফ্লাইটেই মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন মোঃ সানাউল্লাহ। তার পাসপোর্ট নম্বর বিসি ০৩৪৫৬২৪। মেহের আলীর পুত্র সানাউল্লাহর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। তার বয়স ৩৪ বছর।
×