ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীমঙ্গলে অর্থমন্ত্রী রাবার কাঠ প্রেসার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন

প্রকাশিত: ০৫:৪৬, ৯ ডিসেম্বর ২০১৭

শ্রীমঙ্গলে অর্থমন্ত্রী রাবার কাঠ প্রেসার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করলেন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৮ ডিসেম্বর ॥ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) নিজস্ব অর্থায়নে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুরে নির্মিত রাবার কাঠ প্রেসার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার দুপুরে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এই প্লান্ট স্থাপনের ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, কাঠ আমদানি হ্রাস পাবে। আমাদের দেশে বর্তমানে যে রাবার চাষ হয় তা যথেষ্ট পরিমাণ নয়। জীবনীশক্তি হারানো রাবার কাঠ এতদিন শুধু জ্বালানি কাঠ হিসেবে ব্যাহৃত হতো। কিন্তু ট্রিটমেন্টের ফলে সেটি মূল্যবান কাঠে পরিণত হবে। ফলে জাতীয় অর্থনীতি আরও মজবুত হবে। মন্ত্রী আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে কাঠ সিজন্্ড করে ব্যবহার করা হয়। ফলে তাদের দেশ বনায়নসমৃদ্ধ। আমাদের দেশেও এভাবে সকল কাঠ সিজন্্ড করে ব্যবহার করলে বনসমৃদ্ধ হবে। তাই বেসরকারী প্রতিষ্ঠানগুলোকেও তিনি ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের আহ্বান জানান। বর্তমানে প্রতি সিএফটি কাঠের মূল্য ২৫ থেকে ৩০ টাকা এবং সিজন্্ড এর পর তার মূল্য হবে ১১শ’ টাকা থেকে ১৫শ’ টাকা। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুলাহ আল ইসলাম জ্যাকব, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুল কাদির এনডিসি।
×