ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার আটক ২

প্রকাশিত: ০৫:৪৫, ৯ ডিসেম্বর ২০১৭

বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার আটক ২

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া মোড় থেকে ২ কোটি টাকার ২৬টি (৪ কেজি ২শ’ ৮০ গ্রাম) স্বর্ণের বারসহ বিল্লাল (২৫) ও ইমরান (২২) নামে দু’জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার বেলা ৯টার সময় তাদের স্বর্ণসহ আটক করে। আটককৃত বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের রেজাউলের ছেলে ও একই গ্রামের আলী হোসেনের ছেলে ইমরান হোসেন। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারাধন এর নেতৃত্বে অভিযান চালালে বাইসাইকেল ফেলে রেখে পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করে বিজিবি সদস্যরা। পরে ক্যাম্পে এনে তাদের দেহ তল্লাশি করলে ২৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ২শ’ ৮০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮৪ হাজার।
×