ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে সেনাবাহিনী থাকা না থাকা কমিশনের ব্যাপার ॥ ইনু

প্রকাশিত: ০৫:৪৫, ৯ ডিসেম্বর ২০১৭

নির্বাচনে সেনাবাহিনী থাকা না থাকা কমিশনের ব্যাপার ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৮ ডিসেম্বর ॥ নির্বাচনে সেনাবাহিনী থাকা না থাকা কমিশনের ব্যাপার মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯১, ৯৬ ও ২০০১ সালে নির্বাচনে সেনাবাহিনী থাকার পরও বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সেনাবাহিনী মোতায়েনের দাবির প্রশ্নে শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুরে পাকহানাদারমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার চ্যালেঞ্জ হচ্ছে কীভাবে নির্বাচনে খুনীদের রক্ষা করা যায়। আর আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কীভাবে খুনীদের হাত থেকে বাংলাদেশের রাজনীতি, সংসদ, গণতন্ত্র এবং ক্ষমতাকে দূরে রাখা যায়। এর আগে মন্ত্রী হানাদারমুক্ত দিবসের এক র‌্যালিতে অংশ নেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলার সরকারী, আধা-সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও বাসগৃহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মন্ত্রী মিরপুর ছাতিয়ান ইউনিয়নে বেশিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুনাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
×