ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে ৫৫৮ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ০৫:৪৪, ৯ ডিসেম্বর ২০১৭

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে ৫৫৮ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ২০ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনকল্পে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় শুক্রবার বিকেলে সেচ খালের পুনর্খননের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আনিসুল হক মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ডিএনডির জলাবদ্ধতার (বন্যার) যে সমস্যা আছে তা সমাধান করা হবে। এ কাজটি পানি উন্নয়ন বোর্ডই করবে। তাই আমরা ৫৫৮ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। যেহেতু আমরা এ প্রকল্পটি শুরু করেছি। সেহেতু যত টাকাই প্রয়োজন হোক না কেন সুন্দরভাবে এ প্রকল্পটি শেষ করব। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. সানজিদা খানম, প্রকল্পের মহাপরিচালক ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস প্রমুখ। পানিসম্পদমন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এলজিআরডির যে পানি জমবে সেই পানি এ খালে আনার জন্য সংযোগ খাল ও ড্রেনগুলোর কাজও সমান্তরালভাবে চলবে। নারায়ণগঞ্জ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন এ কাজটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা সমান্তরালভাবে এ কাজগুলো করবেন। তিনি ডিএনডিবাসীর উদ্দেশে বলেন, আপনারা যদি সহযোগিতা না করেন তবে আমরা কাজটি সুন্দরভাবে শেষ করতে পারব না। আমাদের প্রকল্পের জায়গায় আপনাদের বাড়িঘর নির্মাণ করা আছে। আমরা সেই বাড়িঘরগুলো সরিয়ে দেব। এ ব্যাপারে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। তারা সুন্দরভাবে কাজটি করাতে পারবে। সেই আস্থা রেখেই এ প্রকল্পের কাজটি আমরা তাদের (সেনাবাহিনীকে) দিয়েছি। আপনারা তাদের জন্য দোয়া করবেন। তারা যেন সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারে। সাংসদ একেএম শামীম ওসমান বলেন, আমরা চাই ভবিষ্যত প্রজন্মের জন্য আধুনিক সুন্দর নারায়ণগঞ্জ রেখে যেতে। মন্ত্রী বলেছেন, ডিএনডির এই প্রকল্প পরিপূর্ণ কাজ করার জন্য যত টাকা প্রয়োজন হবে সরকার সেই টাকা দেবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ডিএনডি হবে ঢাকার চেয়ে আধুনিক শহর। এটা আমার স্বপ্ন। দিন দিন সব জায়গা যখন এমন সুন্দর হবে তখন বাংলাদেশটাই সুন্দর হয়ে যাবে। এটাই আমাদের স্বপ্ন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, জাতির জনকের স্বপ্ন। ডিএনডির প্রকল্প সূত্রে জানা যায়, ডিএনডির অভ্যন্তরে প্রায় ৫৯ বর্গ কিঃমিঃ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধান করার লক্ষ্যে ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পে রয়েছে ৭৭ দশমিক ৯৪ কিউসেক ক্ষমতাসম্পন্ন পাম্প হাউস ও পাম্পিং প্লান্ট নির্মাণ করা। এর মধ্যে শিমরাইল ও আদমজী এলাকায় ২টি পাম্প হাউস নির্মাণ করা। এ ছাড়া ফতুল্লা, পাগলা ও শ্যামপুরে ৩টি পাম্পিং প্লান্ট নির্মাণ করা। ডিএনডি এলাকার বিভিন্ন স্থানে ৭৯টি কালভার্ট, ২টি ক্রস ড্রেন, ১২টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ ও ৫২টি বিদ্যমান ব্রিজ ও কালভার্ট মেরামত করা হবে। শিমরাইল, আদমজীনগর, পাগলা, শ্যামপুর ও ফতুল্লা পাম্প স্টেশন বা প্লান্টের কমান্ড এরিয়ায় ৯৩.৯৮ কিলোমিটার নিষ্কাশন খাল পুনর্খনন করা, ৩২ হাজার ৫০০ ঘনমিটার অতিরিক্ত সংযোগ খাল পুনর্খনন ও ৯৩.৯৮ কিলোমিটার পুনর্খননকৃত খালের তীর উন্নয়ন করা হবে। ১৩.৫০ কিলোমিটার হেরিংবোন ওয়াকওয়ে নির্মাণ করা হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পের কাজ আগামী ২০২০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
×