ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ বন্ধ

প্রকাশিত: ০৪:৩৬, ৯ ডিসেম্বর ২০১৭

বাল্যবিবাহ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ ডিসেম্বর ॥ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পৃথক স্থানে সুমাইয়া শারমিন ও সানজিদা আক্তার নামে দুই স্কুল শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষণখালী হাবিনগর ও পিতলগঞ্জ এলাকায় নিজে উপস্থিত থেকে ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দুটি বাল্যবিবাহ বন্ধ করেন। সুমাইয়া শারমিন ব্রাক্ষণখালী হাবিনগর এলাকার আযাহারুল ইসলাম রিপনের মেয়ে। এছাড়া তিনি স্থানীয় এইচ আর মডেল স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। সানজিদা আক্তার পিতলগঞ্জ এলাকার শহিদুল্লাহ মিয়ার ভাগ্নি। তিনি স্থানীয় আব্দুল হক ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। বয়স্ক ভাতা বিতরণ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ ডিসেম্বর ॥ বুড়িচং উপজেলার চাঁন্দসার উচ্চ বিদ্যালয় মাঠে বয়স্ক ভাতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার দুপুরে দরিদ্র মানুষের মাঝে কম্বল, বয়স্ক পুরুষ ও মহিলার মাঝে ভাতা ও শিক্ষার্থীদের মাঝে শোয়েটার বিতরণ করা হয়। এ উপলক্ষে হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীর, ফাউন্ডেশনের ট্রাস্টি জাহাঙ্গীর আলম সিআইপি, মহাসচিব এসএম ওয়াহিদুজ্জামান।
×